নিজস্ব প্রতিনিধি: দেশের জার্সি গায়ে গোল পেলেও ক্লাবের হয়ে গোল করতে পারছেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সোমবার এএফসিও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নাভবাহোরের বিরুদ্ধে গোল করতে পারেননি ৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার। আর দলও জিততে পারেনি। ফলস্বরূপ আল-হিলাল ও নাভবাহোর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর সৌদি প্রো লিগের ম্যাচে আল-হিলালের জার্সিতে অভিষেক হয়েছিল নেইমারের। অভিষেক ম্যাচে গোল না পেলেও পায়ের জাদু দেখিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। আর তাঁর সেই জাদুতে ভর করে ৬-১ গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিল আল হিলাল। সমর্থকরা আশায় ছিলেন, প্রথম ম্যাচে গোল না পেলেও পরের ম্যাচে নেইমারের পা থেকে গোল দেখতে পাবেন তাঁরা। কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। অভিষেক ম্যাচে শুরুর একাদশে ব্রাজিলের তারকা না থাকলেও নাভবাহোরের বিরুদ্ধে শুরু থেকেই মাঠে ছিলেন ব্রাজিলিয়ান তারকা। উজবেকিস্তানের ক্লাবটির বিরুদ্ধে শুরু থেকেই ঝাঁপিয়ে পড়েছিলেন নেইমাররা। প্রথম ২০ মিনিটে প্রতিপক্ষের গোল লক্ষ্য করে তিনটি আক্রমণ শানিয়েছিল আল হিলাল। কিন্তু ফিনিশিংয়ের অভাবে লক্ষ্যপূর্ণ হয়নি। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতির পরেই আল হিলালকে চেপে ধরে উজবেকিস্তানের ক্লাবটি। মুহুর্মুহু আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে পড়েন আল হিলালের রক্ষণ ভাগের খেলোয়াড়রা। শেষ পর্যম্ত ৫২ মিনিটে কাঙ্খিত গোল পায় উজবেকিস্তানের ক্লাবটি। নাভবাহোরের স্ট্রাইকার তোমা তাবাতাদজে ডান পায়ের শট আল হিলালের জাল কাঁপিয়ে দেয়। গোল হজমের পরেই পরিশোধ করতে ঝাঁপিয়েছিল আল-হিলাল। ৫৫ মিনিটের মাথায় দুর্দান্ত সুযোগও এসেছিল। নেইমারের ক্রস থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন মিডফিল্ডার রুবেন নেভেস। গোলের দেখা না পাওয়ায় মাথা গরম করে ফেলেন নেইমার। ৬০ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন। গোল শোধের জন্য মরিয়া আল হিলাল আরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। কিন্তু লাভ হয়নি। ৮৮ মিনিটে নেইমার নিজেও ব্যর্থ হন গোল করতে। তবে সংযুক্তি সময়ে মাইকেল ডেলগাডোর ক্রস থেকে হেড করে দলকে সমতায় ফেরান ডিফেন্ডার আলি আল-বুলাইহি।