এই মুহূর্তে




১৮ মাস পরে নতুন ক্লাবের সঙ্গে চুক্তি সই করতে গিয়ে কেঁদে ফেললেন পগবা




নিজস্ব প্রতিনিধি: সাধারণত কোনও শুভ কাজ করার আগে মানুষকে হাসিখুশিই থাকতে দেখা যায়। কিন্তু কখনও কাঁদতে দেখা যায় না। যদিও স্বপ্ন পূরণ করতে পারলে সেই হয় আনন্দের কান্না। তেমনি ফুটবলারদেরও হাসিখুশি মুখে কোনও ক্লাবের সঙ্গে চুক্তি করতে দেখা যায়। কিন্তু এবার ব্যতিক্রমী এক দৃশ্যের জন্ম দিলেন ফ্রান্বের বিশ্বকাপজয়ী পর পগবা। সম্প্রতি তিনি কাঁদতে কাঁদতে ফ্রেঞ্চ লিগ আঁ–এর ক্লাব এএস মোনাকোর চুক্তি স্বাক্ষর করলেন। যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। ক্লাব নিজেই পগবার চুক্তি সইয়ের ভিডিও পোস্ট করেছে। যেখানে লিখেছে, ‘পল পগবার জন্য এটি এক আবেগঘন মুহূর্ত।’

ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে যে, ক্লাবের চুক্তিতে সাক্ষর করার সময় হাইমাউ করে কাঁদছেন পগবা। তাঁর দুচোখ বেয়ে জল ঝরছে। তার একটি অংশ পড়েছে টেবিলেও। এরপর কাঁদতে কাঁদতে তিনি টেবিলে হাত দিয়ে মুখও ঢেকে ফেলেন। তারপর তাঁর পাশে থাকা দুই ব্যক্তি পিঠ চাপড়ে তাঁকে শান্ত করেন। কোনও খেলোয়াড়ের জন্যে এই দৃশ্যটি সম্পূর্ণ ব্যতিক্রমী। তবে কেন কাঁদলেন এই বিশ্বমানের ফুটবলার? আসলে ডোপ টেস্টে পজিটিভ হয়ে ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে সব ধরনের ফুটবল টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়েছিল এই ফরাসি মিডফিল্ডার কে। সে সময় তিনি ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে খেলতেন। তদন্তে তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ দ্রব্য সেবনের সত্যতা পাওয়া যায়।

তাই তাঁকে ৪ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদনের ভিত্তিতে পগবার নিষেধাজ্ঞা ৪ বছর থেকে কমিয়ে ১৮ মাস কর হয়। যদিও গত নভেম্বরে নিষিদ্ধ থাকার কারণে পগবার সঙ্গে চুক্তি বাতিল করে জুভেন্টাস। যাতে তাঁর কেরিয়ার সঙ্কটজনক হয়ে পড়ে। শেষ পর্যন্ত এএস মোনাকোর সঙ্গে দুই বছরের চুক্তিবদ্ধ হলেন পগবা। তাই এমন প্রত্যাবর্তনে আবেগ ধরে রাখতে পারলেন না বিশ্বকাপজয়ী এই ফুটবলার। সই করতে গিয়ে কেঁদে ফেললেন পগবা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিরাট কোহলিই দায়ী! বেঙ্গালুরু পদদলিতের ঘটনায় রিপোর্ট জমা দিল কর্ণাটক সরকার

ফের দুঃসংবাদ, ICC র‍্যাঙ্কিংয়ে আরও নামলেন শুভমন, পন্থ, জয়সওয়াল

দৌড়বিদ ফৌজা সিংহের মৃত্যুর ঘটনায় গ্রেফতার অনাবাসী ভারতীয়

ওল্ড ট্র্যাফোর্ডে ‘অগ্নিপরীক্ষার’ চতুর্থ টেস্টে খেলবেন পন্থ-বুমরা? বড় খবর সামনে এল

লর্ডস টেস্টের ২৪ ঘণ্টার মধ্যে বশিরের বদলি ঘোষণা ইংল্যান্ডের, কে এলেন?

১৪.৩ ওভারে মাত্র ২৭ রানেই অলআউট হয়ে লজ্জার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ