23ºc, Haze
Wednesday, 1st February, 2023 1:51 am
নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই মোতেরায় শুরু হবে ১৫তম আইপিএলের মেগা ফাইনাল। চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। ম্যাচের ৪৫ মিনিট মতো আগে হবে জমকালো সমাপ্তি অনুষ্ঠান। যেখানে অংশ নেবেন বলিউডের নায়ক রনবীর সিং এবং দেশের অন্যতম সুরকার এ আর রহমানের মতো ব্যক্তিত্বরা। তবে এছাড়া এই ফাইনাল ম্যাচের আরও একটি বড়সড় আকর্ষণ থাকছে সেটা হল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি। হ্যাঁ, রবিবাসরীয় ফাইনাল দেখতে স্টেডিয়ামে হাজির থাকছেন তিনি। শুধু মোদি একাই নন, তাঁর সঙ্গে থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এছাড়া থাকবেন বলিউডের একাধিক ব্যক্তিত্বরা।
আর মোদি এবং শাহের আসার জন্যই গোটা স্টেডিয়ামকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। আমেদাবাদ শহরজুড়ে মোতায়েন করা হয়েছে প্রায় ছয় হাজারেরও বেশি পুলিশ। স্টেডিয়ামে ভেতর থেকে শুরু করে বাইরে সর্বত্রই কড়া নজরদারি চালাচ্ছেন পুলিশ কর্তারা। পাশের সমস্ত এলাকাগুলিতে টহল দিচ্ছে পুলিশ।
নরেন্দ্র মোদি এবং অমিত শাহ খেলা দেখতা আসার খবরে বেশ উচ্ছ্বসিত দুই দলের ক্রিকেটাররা। মেগা ফাইনালে তারা সকলেই তাদের সেরাটা উজার করে দিতে চান। চ্যাম্পিয়ন হওয়াই তাদের প্রধান লক্ষ্য।