24ºc, Haze
Saturday, 1st April, 2023 8:38 pm
নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলের শুরু থেকেই অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছে রাজস্থান রয়্যালস। প্লে-অফ থেকে মাত্র এককদম দূরে দাঁড়িয়ে রয়েছে সঞ্জু স্যামসন, জস বাটলাররা। আর একটা ম্যাচ জিতলেই প্লে-অফের টিকিটটা চূড়ান্ত করে ফেলতে পারবে তারা। এমন অবস্থাতেই শুক্রবার সন্ধ্যায় পয়েন্ট টেবিলের নয় নম্বরে থাকা দল চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে পিঙ্ক আর্মি। আর এই ম্যাচ থেকে জয় তুলে নেওয়াই হল তাদের প্রধান লক্ষ্য। সিএসকে অনেক আগেই ছিটকে গিয়েছে, তবে তা সত্ত্বেও ধোনিদের হালকাভাবে নিতে নারাজ রয়্যাল টিম ম্যানেজমেন্ট।
কারণ, তারা খুব ভালো করেই জানেন যে, চেন্নাইয়ের কাছে হারানোর কিছু নেই। তাই তারা অনেকটাই চাপুমুক্ত হয়ে মাঠে নামতে পারবেন। যার ফলে সিএসকের ক্রিকেটারদের পক্ষে জ্বলে ওঠাটাও অস্বাভাবিক কিছু হবে না। অন্যদিকে, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও চেন্নাইয়ের হয়ে এটাই হতে পারে শেষ ম্যাচ। কারণ, আগামী মরশুমে তিনি আদৌ খেলবেন কিনা সেই বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে। গোটা আইপিএলে সেইভাবে কিছুই করতে পারেনি চারবারের চ্যাম্পিয়নর চেন্নাই। তাই মরশুমের শেষ ম্যাচ জিতেই শেষ করাই হবে তাদের প্রধান লক্ষ্য।
অন্যদিকে, জস বাটলারের ফর্ম বেশ চিন্তায় রেখেছে রাজস্থানকে। কারণ, বর্তমানে কমলা টুপির মালিক এখন ফর্ম হারিয়েছেন। শেষ চার ম্যাচে ইংরেজ ব্য়াটসম্যান সেইভাবে রান পাননি। কিন্তু তিনিই হলেন দলের ব্যাটিং বিভাগের প্রধান অস্ত্র। তাই ধোনিদের বিরুদ্ধে তাঁর ফর্মে ফেরাটা খুবই দরকার। কারণ, চেন্নাইয়ের কাছে হারলে খানিকটা সমস্যাতেই পড়ে যাবে রাজস্থান।