-273ºc,
Friday, 9th June, 2023 4:04 am
নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আইপিএল শুরুর আগেই ক্রিকেটারদের সঙ্গে বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করল বিসিসিআই। তালিকায় জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ান ডে ও টি টুয়েন্টি ফরম্যাটে খেলা ২৬ ক্রিকেটারের নাম রয়েছে। বোর্ডের বার্ষিক চুক্তিতে রবীন্দ্র জাদেজা ও হার্দিক পাণ্ড্যর পদোন্নতি ঘটলেও বিরাট ধাক্কা খেয়েছেন শিখর ধাওয়ান ও কে এল রাহুল। মূলত অলরাউন্ডার হিসেবে পরিচিত ক্রিকেটারদের বার্ষিক পারিশ্রমিকের অঙ্ক বাড়ানো হয়েছে।
তালিকায় ‘এ প্লাস’ বিভাগে রয়েছেন চার ক্রিকেটার। তাঁরা হলেন অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা মিডিয়াম পেসার জশপ্রীত বুমরা। চার জনেই পাবেন বছরে সাত কোটি টাকা করে। পাঁচ ক্রিকেটারকে রাখা হয়েছে ‘এ’ বিভাগে। তালিকায় রয়েছেন মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল ও ঋষভ পন্থ। এই পাঁচ ক্রিকেটার পাবেন বছরে পাঁচ কোটি টাকা করে।
‘বি’ গ্রুপে রাখা হয়েছে লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, শ্রেয়াস আইয়ার, শুভমন গিল, মহম্মদ সিরাজ ও সূর্য কুমার যাদবকে। এই ছয় ক্রিকেটার পাবেন বছরে তিন কোটি টাকা করে। ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক লোকেশ রাহুলের পদাবনতি ঘটেছে। গতবার ‘এ’ বিভাগে থাকলেও এবার ‘বি’ বিভাগে নামিয়ে দেওয়া হয়েছে। যদিও পূজারা ও সূর্য যাদব বাদে বাকি চার ক্রিকেটারই জাতীয় দলের হয়ে তিন ধরনের ক্রিকেটে খেলেন। আর ‘সি’ বিভাগে রয়েছেন ১১ ক্রিকেটার। ওই ১১ জন হলেন উমেশ যাদব, শার্দূল ঠাকুর, ঈশান কিশন, দীপক হুডা, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, আরশদীপ সিংহ এবং শ্রীকর ভরত। এই ১১ ক্রিকেটার বছরে পাবেন এক কোটি টাকা করে।