এই মুহূর্তে




বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন শোষণ! আরসিবি ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ তরুণীর




নিজস্ব প্রতিনিধি, লখনউ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠল আইপিএল জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ক্রিকেটার যশ দয়ালের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে ইতিমধ্যেই নালিশ ঠুকেছেন নির্যাতিতা তরুণী। সেই নালিশের প্রেক্ষিতে গাজিয়াবাদের সার্কেল অফিসারকে তদন্তের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর। ২১ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি যশ দয়াল। এমনকি তাঁর পরিবারের সদস্যরাও মন্তব্য করতে চাননি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৪ জুন মহিলাদের  সাহায্যের জন্য  চালু হেল্পলাইনে ফোন করে সাহায্য চান নির্যাতিতা তরুণী। তাতে লাভ না হওয়ায় অনলাইনে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান। ওই অভিযোগে তরুণী জানিয়েছেন, দয়ালের সঙ্গে পাঁচ বছর সম্পর্কে ছিলেন তিনি। দয়াল তাঁকে নিজের পরিবারের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছিলেন। স্বামীর মতোই ব্যবহার করতেন। এতে দয়ালকে পুরোপুরি বিশ্বাস করে ফেলেন ওই তরুণী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর উপরে শারীরিক এবং মানসিক নির্যাতন চালান। নির্যাতিতা তরুণীর আরও অভিযোগ, শুধু তাঁর সঙ্গে নয়। আরও অনেক মহিলার সঙ্গে একই কাজ করেছেন দয়াল। নিজের বক্তব্যের প্রমাণ হিসাবে সমস্ত চ্যাট, তার স্ক্রিনশট, ভিডিও কল এবং ছবি পুলিশের হাতে তুলে দিয়েছেন তরুণী।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতা তরুণীর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। ওই  তদন্তে যদি দেখা যায়, যশ দয়ালের বিরুদ্ধে তোলা অভিযোগের সারবত্তা পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিরাট কোহলিই দায়ী! বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় রিপোর্ট কর্নাটক সরকার

ফের দুঃসংবাদ, ICC র‍্যাঙ্কিংয়ে আরও নামলেন শুভমন, পন্থ, জয়সওয়াল

দৌড়বিদ ফৌজা সিংহের মৃত্যুর ঘটনায় গ্রেফতার অনাবাসী ভারতীয়

ওল্ড ট্র্যাফোর্ডে ‘অগ্নিপরীক্ষার’ চতুর্থ টেস্টে খেলবেন পন্থ-বুমরা? বড় খবর সামনে এল

লর্ডস টেস্টের ২৪ ঘণ্টার মধ্যে বশিরের বদলি ঘোষণা ইংল্যান্ডের, কে এলেন?

১৪.৩ ওভারে মাত্র ২৭ রানেই অলআউট হয়ে লজ্জার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ