এই মুহূর্তে




চোট সারিয়ে ২২ গজে ফিরছেন পন্থ, কীভাবে প্রত্যাবর্তন জানালেন ঋষভ

নিজস্ব প্রতিনিধি: চোট কাটিয়ে ফের ২২ গজের ময়দানে ফিরছেন ঋষভ পন্থ। আসন্ন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের হয়ে মাঠে নামতে প্রস্তুত ঋষভ পন্থ। ইংল্যান্ড সফরে বাম পায়ের হাড় ভেঙে যাওয়ার পর চার মাস ধরে মাঠের বাইরে ছিলেন ভারতের এই উইকেটকিপার-ব্যাটসম্যান। দীর্ঘ দিন ক্রিকেট খেলা থেকে ছিলেন দূরে। এই দশকের শুরু থেকেই আঘতের সঙ্গে লড়াই করে আসছেন ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান এবং প্রতিবারই অদম্য ইচ্ছায় ফিরেছেন মাঠে। ময়দানে ফেরা নিয়েই বিশেষ বার্তা দিলেন পন্থ।

বিসিসিআই একটি ভিডিও পোস্ট করেছে যেখানে ঋষভ পন্থকে বলতে শোনা গিয়েছে, “আঘাতের পর, ফিরে আসা কখনও সহজ নয়। কিন্তু ঈশ্বর সর্বদাই সদয় ছিলেন এবং তিনি আমাকে সর্বদা আশীর্বাদ করেছেন এবং এবারও ফিরে আসতে পেরে আমি খুব খুশি।”  ভারতের উইকেটকিপার আরও জানিয়েছেন, “প্রতি বার মাঠে নামার সময় কৃতজ্ঞ থাকি। তাই জন্য আকাশের দিকে তাকিয়ে ঈশ্বর, আমার বাবা-মা, পরিবার এবং যাঁরাই আমার পাশে থেকেছেন তাঁদের ধন্যবাদ দিই।”

২০২২ সালের শেষের দিকে এক গাড়ি দুর্ঘটনার পর পন্ত প্রায় মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। একাধিক অস্ত্রোপচার এবং শরীরে আঘাতের কারণে এক বছরেরও বেশি সময় ধরে দলের বাইরে ছিলেন। তারপর তিনি দুর্দান্তভাবে ফিরেছেন। পেয়েছেন টেস্ট ক্রিকেটে সহ-অধিনায়কের পদ। জানিয়েছেন এই ঘুরে দাঁড়ানোর লড়াই সহজ ছিল না। পন্থ আরও বলেছেন, “দেখুন, আমি যখনই মাঠে নামি, তখনই আমি কৃতজ্ঞ থাকার চেষ্টা করি। এই কারণেই আমি সর্বদা ঈশ্বরের দিকে তাকাই এবং ধন্যবাদ জানাই।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ওঁর মতো বোলার সহজে মেলে না’, টেস্ট সিরিজে শামির বাদ পড়া নিয়ে অবশেষে মুখ খুললেন শুভমন গিল

ইয়ামালের চিকিৎসা নিয়ে বাক বিতণ্ডা, সম্মুখ সমরে বার্সা-ফেডারেশন

দেশে ফিরতে চাওয়া খেলোয়াড়দের পাকিস্তানে থেকে যাওয়ার জন্য হুমকি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের

নিরাপত্তার কারণে পাকিস্তান ছেড়ে পালাচ্ছেন ফিরছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা, সিরিজ ঘিরে উঠছে প্রশ্ন

ইডেনের টেস্টে বাদ পড়ছেন এক ভারতীয় খেলোয়াড়, ইঙ্গিত সহকারী কোচের

ফুটবল থেকে অবসরের সময় জানিয়ে দিলেন রোনান্ডো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ