এই মুহূর্তে




চোট সারিয়ে দলে ফিরেই সহ-অধিনায়ক ঋষভ পন্থ

নিজস্ব প্রতিনিধিঃ চোট সারিয়ে দলে ফিরেই সহ-অধিনায়ক ঋষভ পন্থ। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার দুই সিরিজের টেস্ট ম্যাচ। তার আগেই বুধবার (৫ নভেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আর সেই দলেরই সহ-অধিনায়ক হচ্ছেন ঋষভ পন্থ। আর স্কোয়াডে প্রসিদ্ধ কৃষ্ণের জায়গায় বাংলার পেসার আকাশদীপকে নেওয়া হয়েছে। পাশাপাশি বাদ দেওয়া হয়েছে তামিলনাড়ুর উইকেটরক্ষক এন জগদীশন। পাশাপাশি ঋষভ পন্থ পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরেছেন। সিরিজের উদ্বোধনী ম্যাচটি ১৪ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে, আর দ্বিতীয় ম্যাচটি গুয়াহাটিতে ২২-২৬ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের আইডিএফসি ফার্স্ট ব্যাংক টেস্ট সিরিজের জন্য ভারতের দলকে নির্বাচন করেছে পুরুষদের সিনিয়র নির্বাচক কমিটি।

চলতি বছরের শুরুতে ইউনাইটেড ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে গিয়ে পা ভেঙে যায় পন্থের। সেই চোট সারিয়ে তিনি গত সপ্তাহে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে এসেছেন। আর তাঁর নেতৃত্বে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইন্ডিয়া একটি চিত্তাকর্ষক জয় পেয়েছে। যেটি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ঋষভ পন্থ। এবং দ্বিতীয় ইনিংসে তাঁর ৯০ রান ভারতের এ-দলকে রোমাঞ্চকরভাবে ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে সহায়তা করেছিল। অন্যদিকে, আকাশদীপও ভারতের এ দলের অংশ ছিলেন, যারা বৃহস্পতিবার বেঙ্গালুরুতে শুরু হতে যাওয়া দ্বিতীয় চার দিনের খেলায় দক্ষিণ আফ্রিকার এ দলের মুখোমুখি হবে।

এছাড়া স্কোয়াডে রয়েছে, ভারতের ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ, অন্যদিকে স্পিন বিভাগে থাকবেন অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর। প্রথম টেস্ট ১৪ নভেম্বর থেকে কলকাতায় এবং দ্বিতীয় টেস্ট ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। ভারতের টেস্ট দলের স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক) (ভিসি), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুধারসন, দেবদত্ত পাডিক্কাল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আকাশ দীপ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিসিবির মহিলা ক্রিকেটের প্রধান হলেন ইউনূসের ‘ঘনিষ্ঠ বান্ধবী’ রুবাবা দৌলা

গুয়াহাটি টেস্টে গম্ভীরের ঝুলি থেকে বেরোবে কোন তির, শুরু চর্চা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে মাইলফলক স্পর্শ করতে চলেছেন মুশফিকুর

অশোভন আচরণ, আইসিসির শাস্তির কোপে বাবর আজম

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য নেইমারকে ৬ মাস সময় বেঁধে দিলেন আনচেলত্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ