-273ºc,
Friday, 9th June, 2023 3:28 am
নিজস্ব সংবাদদাতা : ISL 2022-23 শেষ হয়েছে সদ্য। এখন দলগুলি প্রস্তুতি সাড়ছে সুপার কাপ নিয়ে। এই অবস্থায় কিন্তু প্রত্যেকটি দলই ঘর গুছিয়ে নেওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছে। কেননা, সুপার কাপ শেষ হলেই হয়তো দেশের হয়ে কোনও খেলায় অংশ নেওয়ার জন্য ডাক পড়বে জাতীয় দলের খেলোয়াড়দের। বাকি স্বদেশি ও বিদেশিরা ফিরে যাবেন নিজেদের বাড়িতে। তাই আগে থেকেই তাঁদের নিজেদের দল গুছিয়ে নিতে বদ্ধ পরিক ফ্যাঞ্চাইজিগুলি ম্যানেজম্যান্টের কর্তারা।
আগামী ISL-এ এটিকে মোহনবাগানের (ATK MOHUNBAGAN) প্রথম টার্গেট হল পাঞ্জাব ডিফেন্ডার আনোয়ার আলি। সূত্রের খবর, আনোয়ারের সঙ্গে নাকি প্রায় চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে গঙ্গাপাড়ের ক্লাবটির। বাকি শুধু রয়েছে সই করা। আনোয়ার বর্তমানে এফসি গোয়ার (FC GOA) হয়ে সুপার কাপ খেলতে ব্যস্ত। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনও কথা বলতে রাজি হননি।
আরও জানতে পড়ুন: অনুশীলনে অনুপস্থিত সাকিবhttps://www.eimuhurte.com/sports/sakib-all-hussain-absent-in-practice/
আনোয়ার দলে থাকবেন না এটা একপ্রকার ধরেই নিয়েছেন এফসি গোয়ার কর্তারা। তাই তাঁরা এখন থেকেই নেমে পড়েছেন আনোয়ারের বদলি খুঁজে নিতে। সূত্রের খবর, এ ক্ষেত্রে নাকি গোয়ার কর্তাদের প্রথম পছন্দ পঞ্চনদের আর এক ডিফেন্ডার। যিনি দীর্ঘদিন ধরে আইএসএল-এর পাশাপাশি খেলছেন জাতীয় দলেও। তিনি আর কেউ নন, সন্দেশ জিঙ্ঘান। শোনা যাচ্ছে, সন্দেশ নাকি গোয়ার কর্তাদের এখনই চূড়ান্ত কিছু না বললেও, গোয়ার দলের জার্সি গায়ে চাপাতে তাঁর আপত্তি নেই এই কথা জানিয়েছেন। তবে সুপার কাপের পরই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এই পাঞ্জাব তনয়। এদিকে শুধু গোয়া নয়, সূত্র মারফত খবর এফসি গোয়ার পাশাপাশি ইমামি ইস্টবেঙ্গল (EMAMI EASTBENGAL)-এরও নজর রয়েছে সন্দেশের দিকে। এখন দেখা যাক সন্দেশ নিয়ে ঘটা টাগ-অফ ওয়্যারে শেষে বাজিমাত করে কে?
কেননা দীর্ঘদিন ধরে ISL খেললেও এখনও ট্রফি জয়ের স্বাদ পায়নি মাণ্ডবী নদীর তীরের এই দলটি। চলতি বছরের আইএসএল-এ তাই নিজেদের জাত চেনাতে বদ্ধ পরিকর গোয়ার কর্তারা।
এদিকে রবিবার থেকেই নিজেদের অনুশীলন শুরু করেছে এটিকে মোহনবাগান (ATK MOHUNBAGAN)। ISL এখন অতীত হুয়ান ফার্নান্দোর (JUHAN FARNANDO) বাহিনীর কাছে। দলের বিদেশিরাও এসে গিয়েছেন। কাজেই আইএসএল ভুলে এখন সব দলেরই লক্ষ্য সুপার কাপ।