-273ºc,
Friday, 9th June, 2023 2:41 am
নিজস্ব সংবাদদাতা: রবিবার থেকে মীরপুরের শের বাংলা স্টেডিয়ামে টেস্ট ম্যাচের জন্য অনুশীলন শুরু করেছে আয়ারল্যান্ড ও বাংলাদেশ দুই দলই । অনুশীলনে দেখা গেল বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই যথেষ্ট অনুশীলন সারলেন আইরিশরা। সকালে তাঁদের অনুশীলন শেষ হওয়ার পর দুপুরে শুরু হয় বাংলাদেশের অনুশীলন।
বাংলাদেশের অনুশীলনের শুরুতেই মাঠ পরিদর্শন করতে দেখা যায় দলের হেড কোচ হাথুরুসিংহ এবং তামিম ইকবালকে। সূত্রের খবর, শুধু অনুশীলন করেই ক্ষান্ত হননি টাইগাররা। ড্রেসিংরুমে আগামী ম্যাচের রণকৌশল কি হবে তা নিয়েও খেলোয়াড়দের সঙ্গে একপ্রস্থ আলোচনা সারেন বাংলাদেশের হেডস্যার। বিশেষ উল্লেখ্য, এই আলোচনায় অনুপস্থিত ছিলেন শাকিব আল হাসান। যা নিয়েই শুরু হয়েছে বিস্তর বিতর্ক। তাহলে কি শাকিব-এর সঙ্গে বোর্ডের বিতর্ক সৃষ্টি হল আইপিএল খেলা নিয়ে। এই বিষয়ে হাথুরুসিংহ-এর কাছে জানতে চাওয়া হলে, তাঁর স্পষ্ট জবাব এটা কোনও বিষয়ই নয়। শাকিব হোটেলে বিশ্রাম নিচ্ছেন।
আরও জানতে পড়ুন:২০৪ রানের টার্গেট হায়দরাবাদকে দিল রাজস্থান https://www.eimuhurte.com/sports/big-target-rcb-against-hydrabad/
উল্লেখ্য, আগামী ৪ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশ স্কোয়াডে রয়েছেন শাকিব ও লিটন দাসরা। কাজেই তাঁদের আইপিএল খেলার অনুমতি দেওয়া হয়নি। তবে এই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আনাচে-কানাচে সর্বত্র। শেষ পর্যন্ত বিসিবি-র পক্ষ থেকে ঘোষণা করা হয় শাকিব ও লিটনকে আইপিএল খেলার অনুমতি দেওয়া হয়নি। তাঁরা দুজনেই দেশের হয়ে টেস্ট ম্যাচ খেলবেন।
বাংলাদেশ ক্রিকেটের নির্বাচক আব্দুর রজ্জাক বলেন, এখনও বাংলাদেশ ক্রিকেটের এমন অবস্থা আসেনি যে বড় ক্রিকেটারদের ছাড়াই আমরা দল নামাতে পারব। সেই সময় আমাদের এখনও আসেনি। আইরিশরা টেস্ট ম্যাচের আগে একদিনের ও কুড়ি বিশের যুদ্ধে পরাজিত হয় বাংলাদেশের কাছে। তবে শেষ টি-২০ ম্যাচটি জেতায় তাঁরা একটু বাড়তি অ্যাডভান্টেজে থাকার চেষ্টা করবেন। কাজেই ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে বলেও মনে করছেন রজ্জাক।