এই মুহূর্তে




বিরাট সুখবর টিম ইন্ডিয়ার, ছয় বছর বাদে ODI ব়্যাঙ্কিংয়ের ১ নম্বরে স্মৃতি মান্ধানা




নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের আগেই বিরাট সুখবর ভারতীয় মহিলা ক্রিকেট দলের। আইসিসির র‍্যাঙ্কিংয়ে ওয়ান ডে-র বিশ্বসেরা ব্যাটারের শিরোপা পেলেন স্মৃতি মান্ধানা। দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্টকে (৭১৭ রেটিং পয়েন্ট) সরিয়ে শীর্ষ স্থানটা নিজের করে নিয়েছেন।। সেই সঙ্গে দীর্ঘ ছয় বছরের অপেক্ষার অবসান ঘটল।

২০১৯ সালের নভেম্বরে মহিলাদের একদিনের ক্রিকেটে আইসিসির বিচারে বিশ্বসেরা ছিলেন স্মৃতি মান্ধানা। তার পরে পিছিয়ে পড়েন তিনি।  আইসিসি’র মেয়েদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের ১ নম্বর জায়গাটা দখল করেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভলভার্ট। হারানো সিংহাসন ফিরে পেতে লাগাতার চেষ্টা চালিয়েছিলেন স্মৃতি। গত মে মাসে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজে ভাল পারফর্ম করার পুরস্কার পেলেন অবশেষে। ওই ত্রি-দেশীয় সিরিজে সব মিলিয়ে ৫ ম্যাচে একটি শতরান ও একটি অর্ধশতরান সহ ২৬৪ রান করেছিলেন। তাঁর রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৭২৭।

এক নম্বরে থাকা ভলভার্টের সময়টা ভাল যাচ্ছিল না। চলতি বছরের শুরু থেকে পাঁচটি ওয়ানডে খেলে ২৮.২০ গড়ে রান করেছেন। সর্বোচ্চ ৪৩। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের শেষ দুটি ম্যাচে যথাক্রমে ২৭ ও ২৮ রান করেছেন। বাজে পারফরম্যান্সের কারণে ১৯ রেটিং  পয়েন্ট হারাতে হয় তাঁকে। যার ফলে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের রেটিং পয়েন্ট কমে দাঁড়ায় ৭১৭। সমান পয়েন্ট নিয়ে ভলভার্টের সঙ্গে যৌথভাবে ২ নম্বরে রয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার–ব্রান্ট।

বোলিংয়ের ক্ষেত্রে শীর্ষস্থানে কোনও পরিবর্তন ঘটেনি। ইংল্যান্ডের সোফি একলেস্টোনই যথারীতি শীর্ষে রয়েছেন। ২ ও ৩ নম্বরে যথাক্রমে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার ও মেগান শুট। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানেও কোনও বদল হয়নি। শীর্ষে রয়েছেন গার্ডনার, দুইয়ে দক্ষিণ আফ্রিকার মারিজান কাপ।

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগ্রাসী সেলিব্রেশনের জন্য এমবাপে-সহ তিন রিয়াল তারকাকে শাস্তি দিল উয়েফা

৫৩ তম জন্মদিন, লন্ডনে স্ত্রী ডোনার সঙ্গে কেক কাটলেন সৌরভ

ডুরান্ডে প্রথম ম্যাচেই নামছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের খেলা কবে?

ভারতের কাছে হার হজম নয়! লর্ডস টেস্টের আগে আরও এক পেসার নিচ্ছে ইংল্যান্ড

‘হিংসা করো না’, সম্পর্কে চহল সিলমোহর দিতেই ধনশ্রীকে খোঁচা আরজে মহাভেশের

ICC-র নতুন সিইও সংযোগ গুপ্ত, অস্ট্রেলিয়ানকে সরিয়ে ক্রিকেটের শীর্ষ পদে আরও এক ভারতীয়

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ