-273ºc,
Tuesday, 30th May, 2023 12:41 pm
নিজস্ব প্রতিনিধি: রবিবাসরীয় সন্ধ্যায় আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসতে চলেছে এবারের আইপিএলের ফাইনালের আসর। মেগা ফাইনালের দ্বৈরথে মুখোমুখি হবে গুজরাত টাইটানস এবং রাজস্থান রয়্যালস। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আসরে প্রথমবার খেলতে এসেই তাক লাগিয়ে দিয়েছে টাইটানসরা। অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ফাইনাল খেলতে চলা এই দলটি চ্যাম্পিয়ন হওয়া থেকে আর মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে, আইপিএলে প্রথম আসরে শেন ওয়ার্নের নেতৃত্ব চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। সেই বছর সব দলকে পিছনে ফেলে ট্রফি ছিনিয়ে নিয়েছিল তারা। তারপর থেকে বহুবার চেষ্টা করেও আর ফাইনালের ছাড়পত্র পায়নি রাজস্থান। কিন্তু এবার ভাগ্যের শিকে ছিঁড়েছে। রবিবার দ্বিতীয়বার ফাইনাল খেলতে চলেছে এই দলটি। এবার একনজরে দেখে নেওয়া যাক এই মেগা ফাইনালে কারা হয়ে উঠতে পারেন তুরুপের তাস।
১. ডেভিড মিলার- চলতি আইপিএলে বরাবরই ভালো ফিনিশারের ভূমিকা পালন করে এসেছেন। প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে তাঁর ঝড়ো ব্যাটিং বেশ উপভোগ করেছিলেন দর্শকরা। তাই ফাইনালে মিলারের ব্যাট বদলে দিতে পারে ম্যাচের রং।
২. হার্দিক পান্ডিয়া- ভাগ্য সুপ্রসন্ন থাকলে ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই পারফর্ম করে একাই সমস্ত লাইমলাইট কেড়ে নিতে পারেন। ফাইনালে ম্যাচ উইনারের ভূমিকায় দেখা যেতেই পারে।
৩. জস বাটলার- বেঙ্গালুরুর বিরুদ্ধে তাঁর শতরান প্রতিপক্ষকে বিপদের ইঙ্গিত দিয়ে দিয়েছে। ইংরেজ ব্যাটসম্যানের লক্ষ্য থাকবে ফাইনালেও বড় স্কোর করার।
৪. যুজভেন্দ্র চাহাল- চলতি আইপিএলে বল হাতে তাঁর পারফরম্যান্স সত্যিই চোখে পড়ার মতো। পার্পের ক্যাপের তালিকায় দুই নম্বরে রয়েছেন এই ডানহাতি স্পিনার। চাহালের ৪ ওভার ম্যাচের তফাৎ গড়ে দিতেই পারে।
৫. সঞ্জু স্যামসন- রাজস্থানে ব্যাটিং লাইনআপের আরেক বড় স্তম্ভ। বাটলার কোনওভাবে ব্যর্থ হলেও সঞ্জুকে না ফেরাতে পারলে রয়্যালসদের স্কোর বোর্ডকে থামানো মুশকিল হবে।