33ºc, Haze
Monday, 4th July, 2022 2:45 pm
আন্তর্জাতিক ডেস্ক: পুরুষদের ম্যাচে মহিলা রেফারি এর আগে বহুবারই দেখা গিয়েছে। তবে পুরুষদের ফুটবলের অন্যতম বড় ইভেন্ট তথা বিশ্বকাপের মঞ্চে কখনও মহিলা রেফারিকে ম্যাচ পরিচালনা করতে দেখা যায়নি। তবে আসন্ন কাতার বিশ্বকাপের রেফারিদের তালিকায় অন্তর্ভুক্ত হল তিনজন মহিলা রেফারির নাম। টুর্নামেন্টের জন্য মোট ৩৬ জন রেফারির নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবল সংস্থা তথা ফিফা। তার মধ্যে রয়েছেন তিন মহিলা রেফারি। তাঁরা হলেন ফ্রান্সের স্তেফানি ফ্রাপার্ত, রোয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা এবং জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা। এছাড়া তিনজন সহকারী রেফারিও থাকছেন কাতার বিশ্বকাপে।
ফিফার রেফারিজ কমিটির চেয়ারম্যান কোল্লিনা বলেন, ‘আমরা সবসময় চাই মহিলা রেফারিরা বেশি মাত্রায় ম্যাচ খেলাক। শুধু বিশ্বকাপই নয়, পুরুষদের সব ধরনের ইভেন্টে তারা রেফারি হিসেবে থাকুক। আমরা বরাবরই মানের ওপর জোর দিই, লিঙ্গের ওপর নয়। এবারের বিশ্বকাপের জন্য তিনজন মহিলা রেফারিকে বেছে নেওয়া হয়েছে’।
চলতি বছরের নভেম্বর মাসে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ কাতারে বসবে ফিফা বিশ্বকাপের আসর।