এই মুহূর্তে




ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর পর দুঃসংবাদ পেল চেলসি




নিজস্ব প্রতিনিধি: বার্সেলোনায় দেখা গিয়েছে চূড়ান্ত অর্থসংকট। ফলে কার্যত হিমশিম খাওয়ার দশা এখন তাদের। কিন্তু রেহাই নেই। ক্যাটালান ক্লাবটির শিয়রে শমন। বার্সেলোনার ওপর বিপুল অঙ্কের টাকা জরিমানা করেছে উয়েফা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা হল উয়েফা। তাই তার কোপের মুখে পড়েছে আরও এক বিখ্যাত ফুটবল ক্লাব চেলসি। উয়েফা জানিয়েছে বার্সা যা টাকা জরিমানা দিবে, তার দ্বিগুণেরও বেশি অর্থ শাস্তিস্বরূপ দিতে হবে ইংলিশ ক্লাব চেলসিকে। কেন এই জরিমানা তা আগে জানা যাক। বার্সেলোনা এবং চেলসি দুটি ক্লাবই ফাইনান্সিয়াল মনিটরিং নীতি ভঙ্গ করেছে। তাই অপরাধ যখন হয়েছে তখন শাস্তি অবশ্যম্ভাবী। চেলসিকে তাই জরিমানা বাবদ দিতে হবে প্রায় ৩১ মিলিয়ন ইউরো। আর বার্সেলোনাকে প্রায় ১৫ মিলিয়ন ইউরো।

এখানেই শেষ নয়। উয়েফার নির্দেশ। আগামী দু’বছরে অর্থনৈতিক প্রতিপালন মানসম্মত পর্যায়ে পৌঁছাতেই হবে। নাহলে আরও ৪৫ মিলিয়ন ইউরো গুনতে হবে বার্সেলোনাকে। চেলসির ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া হয়েছে ৪ বছর। এই সময়কালের মধ্যে উয়েফার শর্ত পূরণ করতে না পারলে আরও ৬০ মিলিয়ন ইউরো জরিমানা দিতে হবে ইংলিশ ক্লাবটিকে। বার্সা ও চেলসি উভয় ক্লাবই ২০২৪ সালে উয়েফা নির্ধারিত অর্থনৈতিক লক্ষ্য পূরণ করতে পারেনি। তারই ফল ভুগতে হচ্ছে ২০২৫ সালে এসে। ২০২৪ সালেই সংস্থাটি তাদের ফাইনান্সিয়াল অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি ১০ মিলিয়ন ইউরো পরিশোধ করতে বলেছিল।

বার্সা এবং চেলসির উপর এমন জরিমানায় অন্য সব ক্লাবেরই বুক দুরু দুরু। যাদের জরিমানা হয়নি তারা ভবিষ্যতে জরিমানা হওয়ার আশঙ্কায় রয়েছে। তাই ক্লাবগুলো নতুন করে খেলোয়াড় কেনার ক্ষেত্রেও ঝামেলায় পড়ছে। তাই ইউরোপীয় প্রতিযোগিতার জন্য আগামী দুই মরসুমে খেলোয়াড় কেনার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে বার্সা-চেলসির মতো ক্লাবগুলোকে। বার্সা চেলসি এই দুটি ক্লাবই আগামী মরসুমের চ্যাম্পিয়নস লিগের জন্য প্রস্তুতি নিচ্ছে। সেক্ষেত্রে দুটি ক্লাবকেই অন্তত ১০ মিলিয়ন ইউরো লাভ করতেই হবে। নাহলে বার্সার অন্তত দেউলিয়া হয়ে যাওয়া ছাড়া কোনও গতি থাকবে না। চেলসির অবস্থাও হবে তথৈবচ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১১ কোটি টাকা! রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে দামি মহিলা ফুটবলার হলেন অলিভিয়া স্মিথ

চরম রাজনৈতিক দ্বন্দ্ব, এসিসি-র সভা বয়কটের হুমকি ভারতের, এশিয়া কাপ নিয়ে শঙ্কা

ফরাসি কিংবদন্তি প্লাতিনির বাড়িতে চুরি, একাধিক পুরস্কার নিয়ে চম্পট দিল চোর

বাইশ গজ কাঁপাতে এবার আসছেন বিরাট কোহলির ভাইপো, আগেভাগেই সতর্ক করলেন কোচ

হাতের আঙুলের হাড় ভাঙায় ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন নাইটের তরুণ ব্যাটার

একসঙ্গে ৩ বিদেশিকে সই করাল ইস্টবেঙ্গল, তালিকায় মেসির দেশের ফুটবলারও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ