এই মুহূর্তে




১৪ বছরেই সহ-অধিনায়ক পদে IPL কাঁপানো বিস্ময় বালক বৈভব সূর্যবংশী

নিজস্ব প্রতিনিধি: মাত্র ১৪ বছরেই ভাইস ক্যাপ্টেন হলেন বৈভব সূর্যবংশী। ২০২৫-২৬ সালের রঞ্জি ট্রফি মরশুমের প্রথম দুটি ম্যাচের জন্যে বৈভব সূর্যবংশীকে সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত করল বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন (বিসিএ)। আর বিহার ক্রিকেট দলের নেতৃত্ব দেবেন সাকিবুল গণি অর্থাৎ তিনি অধিনায়ক। দলের সহ-অধিনায়ক হলেন বৈভব সূর্যবংশী। আগামী ১৫ অক্টোবর বিহারের রাজধানী পটনার মঈনুল হক স্টেডিয়ামে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে প্লেট লিগের মরশুম শুরু করবে বিহার। গত রঞ্জি ট্রফি মরশুমে কোনও জয় ছাড়াই প্লেট লিগে অবনমন হয়েছিল বিহার। কিন্তু এ বছর দলে বৈভব সূর্যবংশীর উপস্থিতি, দলকে নতুন করে আশা জাগাচ্ছে। বর্তমানে বৈভবের বয়স মাত্র ১৪ বছর। কিন্তু এই বয়সেই এই তরুণ প্রতিভা ক্রিকেট জগতে অসংখ্য রেকর্ড গড়েছেন।

২০২৩-২৪ রঞ্জি ট্রফির মরশুমে তাঁর অভিষেক হয়েছিল। তখন তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। পরবর্তীতে, ১৩ বছর বয়সে, তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের (আরআর) সঙ্গে চুক্তিবদ্ধ হন। এই বয়সেই ক্রিকেটের প্রতি তাঁর দক্ষতা মন জয় করেছে গোটা দেশের। ২০২৫-এর আইপিএলেও তিনি দারুণ দক্ষতা দেখিয়েছিলেন। বৈভব ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরেও অংশগ্রহণ করেছিলেন। এই বছরের আইপিএলে, তিনি গুজরাত টাইটান্সের (জিটি) বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। যা টি-টোয়েন্টি পুরুষদের ক্রিকেটে সবচেয়ে কম বয়সী (১৪ বছর বয়সী) সেঞ্চুরির বিশ্ব রেকর্ড। এটি আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিও ছিল।

তবে জানা যাচ্ছে, বৈভব সূর্যবংশী রঞ্জি ট্রফির গোটা মরশুমে বিহারের হয়ে খেলবেন না। কারণ তিনি ইতিমধ্যেই মনোনিবেশ করেছেন আগামী বছর অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এর দিকে, যা জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় অনুষ্ঠিত হবে। এই মূহুর্তে রঞ্জি ট্রফিতে বিহারের পূর্ণ স্কোয়াড হল: পীযূষ কুমার সিংহ, ভাস্কর দুবে, সাকিবুল গণি (অধিনায়ক), বৈভব সূর্যবংশী (সহ-অধিনায়ক), অর্ণব কিশোর, আয়ুশ লোহারুকা, বিপিন সৌরভ, আমোদ যাদব, নওয়াজ খান, সাকিব হুসেন, রাঘবেন্দ্র প্রতাপ সিং, শচীন কুমার সিং, হিমাস কুমার সিং, আমোদ যাদব।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সবচেয়ে ছোট দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিল কুরাসাও, যোগ্যতা অর্জন ইউরোপের পাঁচ দেশের

বিসিবির মহিলা ক্রিকেটের প্রধান হলেন ইউনূসের ‘ঘনিষ্ঠ বান্ধবী’ রুবাবা দৌলা

গুয়াহাটি টেস্টে গম্ভীরের ঝুলি থেকে বেরোবে কোন তির, শুরু চর্চা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে মাইলফলক স্পর্শ করতে চলেছেন মুশফিকুর

অশোভন আচরণ, আইসিসির শাস্তির কোপে বাবর আজম

ইউনূস সরকারের ইন্ধনে জঙ্গি হামলার আশঙ্কা, বাংলাদেশ যাচ্ছেন না হরমনপ্রীত-রিচারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ