এই মুহূর্তে




বীরভূমে ১ লক্ষ ৭০ হাজার নাম বাদ যেতেই মুখ খুললেন অনুব্রত, ভোট নিয়ে যা বললেন…

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন কমিশন মঙ্গলবার প্রকাশ করেছে SIR-এর খসড়া তালিকা । সেই তালিকাতেই দেখা গিয়েছে রাজ্যজুড়ে বাদ গিয়েছে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম। এই বিষয় নিয়েই সরব হয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়ে বলেছেন তিনি রাজ্যের একজনও বৈধ ভোটারের নাম বাদ যেতে দেবেন না। এর জন্য লড়াই করবেন। ৫৮ লক্ষের মধ্যে বীরভূম জেলাতেই বাদ গিয়েছে প্রায় ১ লক্ষ ৭০ হাজার ভোটারের নাম। নাম বাদ যাওয়া মুখ খুলেছেন বীরভূমের দাপুটে নেতা তথা বীরভূমে তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। তাঁর স্পষ্ট কথা এই নাম বাদ যাওয়ার ঘটনা ভোটে কোনও প্রভাব ফেলবে না।

বীরভূমের তৃণমূল নেতা এই নাম বাদ যাওয়াকে একেবারেই পাত্তা দিতে নারাজ। তিনি জোর গলায় দাবি করেছেন ভোটে কোনও প্রভাব ফেলতে পারবে না এই SIR । যাদের নাম বাদ গিয়েছে সেই তালিকা হাতে নিয়ে এদিন অনুব্রত বলেন, বীরভূমের প্রতিটি পুরসভার প্রায় সব ওয়ার্ডেই কমবেশি মৃত ভোটারদের নাম বাদ গিয়েছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, যেসব নাম বাদ পড়েছে, তার অধিকাংশই আগেও বিভিন্ন কারণে ভোটার তালিকা থেকে বাদ ছিল। অনুব্রতর বক্তব্য “এই সংশোধনের ফলে আসন্ন নির্বাচনে বীরভূম জেলায় কোনওরকম প্রভাব পড়বে না।”

আরও পড়ুন: জনসংযোগ বাড়াতে ভবানীপুরে ‘মা ক্যান্টিন’-এ হাজির মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, ৪ নভেম্বর থএকে ১১ ডিসেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে চলেছে এনুমারেশন ফর্ম ফিল আপের কাজ। মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশ হওয়ার কথা। এদিন সাত সকালেই নাম বাদের তালিকা প্রকাশ করেছে কমিশন। খসড়া তালিকার আগেই নাম বাদের তালিকা প্রকাশ করা হয়েছে। সিইও দফতরের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে। http://ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে গিয়েই দেখা যাচ্ছে নাম বাদের তালিকা।

মৃত, স্থানান্তরিত এবং ডুবলিকেড ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। যাদের খোঁজ মেলেনি তাদেরও নাম বাদ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষের নাম বাদ গিয়েছে। সূত্রের খবর, বাদের তালিকায় রয়েছে, ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন রয়েছে মৃত ভোটার। খোঁজ মেলেনি ১২ লক্ষ ২০ হাজার ৩৮ ভোটারের। অনুপস্থিত রয়েছেন ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন। ডুবলিকেড ভোটার রয়েছেন ১ লক্ষ ৩৮ হাজার। এই সকল নাম বাতিল হয়েছে। যাদের নাম বাদ গিয়েছে, তাংরা নাম ফের তুলতে চাইলে কমিশনের সঙ্গে যোগাযোগ করতে হবে। কেন নাম বাদ গেল, তার বিষয়ে জানাতে হবে। এদিন ওয়েবসাইট বাতিল নামের তালিকাার সঙ্গে কেন নাম বাদ গিয়েছে, সেটাও লেখা রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিউটাউনে ইকো পার্কের কাছে ঝুপড়িতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪টি ইঞ্জিন

বৃহস্পতিবার থেকে শুরু শুনানির নোটিশ পাঠানো, কোন-কোন নথি হাতের কাছে রাখতে হবে জেনে নিন

শ্বশুরবাড়ি ছেড়ে আসা মেয়েকে আশ্রয় দিয়ে নিজের ভিটেমাটি ছাড়া ৭০ বছরের বৃদ্ধা, বিডিও’র দ্বারস্থ

সরকারি কাজ করে দ্রুত পেমেন্ট পেতে পোর্টাল তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, খুশি ব্যবসায়ীরা

আলোর রোশনাইয়ে সাজছে দিঘা,অলিম্পিকের আদলে আতশবাজির প্রদর্শনী হবে সমুদ্র সৈকতে

বাংলা বাণিজ্যের জন্য উপযুক্ত, ব্যবসায়ী সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ