এই মুহূর্তে




সিউড়িতে সেনা জওয়ানকে মারধরের ঘটনায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর চাঁদার জুলুমের শিকার হয়েছেন এক সেনাকর্মী। কাশ্মীরে কর্মরত সেনাকর্মী গোপীনাথ বল ছুটিতে বাড়িতে এসে নিজের পাঁচ মাসের সন্তানকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। সেই সময় তাঁর কাছ থেকে চাঁদা দাবি করা হয়। তিনি জানান ডাক্তার দেখিয়ে ফেরার সময় চাঁদা দেবেন। তারপরি বেধড়ক মারধর করা হয় তাঁকে। এই ঘটনায় এবার গ্রেফতার হল একজন। বাকিরা এখনও অধরা।

অভিযোগ, জওয়ান গোপীনাথ বল স্ত্রী ও সন্তানকে নিয়ে দুবরাজপুর থেকে সিউড়িতে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন টোটো করে। সন্তানের অন্নপ্রাশন উপলক্ষে বাড়ি এসেছেন তিনি। দুদিন আগে অন্নপ্রাশনের অনুষ্ঠান সম্পন্ন হয়। বুধবার ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার সময় টোটো আটকে চাঁদা চায় স্থানীয় পাঁচের পল্লী ক্লাবের সদস্যরা। কালীপুজো উপলক্ষে চাঁদা, সেনা জওয়ান বলেন তিনি চাঁদা দেবেন। তবে আগে শিশু সন্তানকে ডাক্তারটা দেখাতে দেওয়া হোক। ফেরার পথে চাঁদা দিয়ে যাবেন। জওয়ানের এই কথা মানতে চায়নি সদস্যরা। দুএক কথা থেকে শুরু হয় বাকবিতণ্ডা। তারপরেই ওই সেনাকর্মীকে ১০-১২ জন মিলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। স্বামীকে বাঁচাতে গিয়ে হেনস্থার শিকার হন তাঁর স্ত্রী চৈতি দত্ত। ভেঙে দেওয়া হয় সেনাকর্মীর স্ত্রীর মোবাইল, চৈতি দেবীর গায়েও হাত দেওয়া হয় অভিযোগ রয়েছে।

এই ঘটনায় এখনও পর্যন্ত ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা এখনও অধবা। গোপীনাথ বলের স্ত্রীর দাবি এই ঘটনায় অনেকেই জড়িত, তাহলে একজনকে ধরা হল কেন? বাকিদের কবে ধরা হবে? মারধরের ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে দুবরাজপুরের সেনা জওয়ানের পরিবার। সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, একজন সেনা জওয়ানের সঙ্গে যদি এমন নিন্দনীয় ঘটনা ঘটতে পারে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?  স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিল দাস বলেছেন, ” সেনা জওয়ান ও তাঁর পরিবারের সঙ্গে যা করা হয়েছে তা অত্যন্ত খারাপ ব্যাপার। আমি কিছুই জানতাম না। পুলিশ এসেছে। এখনও সবাইকে চিহ্নিত করা যায়নি। খোঁজাখুঁজি চলছে। একজনকে গ্রেফতার করা হয়েছে।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর হাতে বন্দি কাকদ্বীপের ১৪ ম‍ৎস্যজীবী

বন্যাবিধ্বস্ত গ্রামে ত্রাণ হাতে পৌঁছালেন মন্ত্রী, দিলেন আশ্বাস

দার্জিলিঙে বসে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মমতা, সেই বাড়ি পুড়ে ছাই

দুর্গাপুরে কালীপুজোয় এবারের থিম জৈন মন্দির, চোখের সামনে ভেসে উঠবে কালাপানির অত্যাচার

সাঁইথিয়ায় বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী কে? ঘোষণা করে দিলেন কেষ্ট

পদ্ম রাজ্যে সন্ত্রাসের শিকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার হিড়িক, আবেদন ছাড়াল ৭৫ হাজার, শুরু বাছাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ