এই মুহূর্তে




মমতার চিঠির পরে পরেই DVC থেকে ইস্তফা রাজ্যের ২ প্রতিনিধির

Courtesy - Facebook and Google




নিজস্ব প্রতিনিধি: মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া নিয়ন্ত্রণে Damodar Valley Corporation বা DVC’র ভূমিকায় রীতিমত ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন অর্থাৎ রবিবার তিনি সেই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) একটি চিঠিও দিয়েছেন। এর আগেও অবশ্য তিনি চিঠি দিয়েছিলেন, দিন দুই আগে। সেই হিসাবে এটি তাঁর দ্বিতীয় চিঠিও বলা যায়। এদিনের চিঠিতেই মমতা জানিয়ে দেন, কেন্দ্রের আচরণের প্রতিবাদে DVC থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। মমতার সেই চিঠির পরে পরেই দেখা যায়, DVC থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের দুই শীর্ষ আধিকারিক। DVC Board থেকে সরে গিয়েছেন রাজ্য বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু বসু এবং DVC’র জলাধার নিয়ন্ত্রণ সংক্রান্ত কমিটি বা Damodar Valley Reservoir Regulation Committee যাকে সবাই DVRRC বলে চেনে সেই কমিটি থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের প্রতিনিধি তথা সেচ দফতরের প্রধান ইঞ্জিনিয়ার।  

আরও পড়ুন, মোদির হাত ধরেই কলকাতা পাচ্ছে Global Foundries’র ‘সেমিকন্ডাক্টর কারখানা’

DVC’র চেয়ারম্যানকে চিঠি দিয়ে বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু বসু বলেছেন, ‘দুই জলাধার থেকে DVC অনিয়ন্ত্রিত ভাবে যে জল ছেড়েছে, তার ফলে রাজ্যের বিস্তীর্ণ অংশের মানুষ কষ্টভোগ করছেন। এই পদক্ষেপ অভূতপূর্ব। এর প্রতিবাদে আমি DVC-র বোর্ড থেকে পশ্চিমবঙ্গের সদস্য হিসাবে ইস্তফা দিচ্ছি।’ ঘটনাচক্রে, বিদ্যুৎ দফতরের সচিব হওয়ার পাশাপাশি শান্তনু তথ্য-সংস্কৃতি দফতরেরও সচিব। যে দফতরের মন্ত্রী মমতা নিজে। উল্লেখ্য, গত সপ্তাহে নিম্নচাপের কারণে বাংলা এবং ঝাড়খণ্ডে বৃষ্টি হয়েছিল। তার ফলে মাইথন এবং পাঞ্চেত জলাধারে জল বেড়ে যায়। সেই সূত্রেই DVC একনাগাড়ে জল ছাড়তে শুরু করে ওই দুই জলাধার থেকে। সেই জলেই প্লাবিত হয়েছে, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকা। অন্তত এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর। গত বুধবার সেই বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়েছিলেন মমতা নিজে।

আরও পড়ুন, ডিভিসির কমিটি থেকে প্রতিনিধি তুলে নিচ্ছে রাজ্য, মোদিকে চিঠি দিয়ে জানিয়ে দিলেন মমতা

পুজোর আগে রাজ্যে এই বন্যা পরিস্থিতির জন্য DVC-কেই কাঠগড়ায় তোলেন মমতা। ঝাড়খণ্ডকে বাঁচাতে বাঁধের জল ছেড়ে বাংলায় বন্যা তৈরি করা হয়েছে বলেও অভিযোগ অতোলেন তিনি। একই সঙ্গে এই ঘটনাকে তিনি Man Made Flood বলেও চিহ্নিত করেন। সেই সময়েই মমতা হুঁশিয়ারি দিয়েছিলেন, রাজ্য সরকার DVC’র সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেবে। এদিন দেখা গেল সেটাই হয়েছে। এদিন সকালে মমতা মোদিকে যে চিঠি দেন, সেখানেই এই বিষয়টি তিনি তুলে ধরেন। নিজের চিঠিতে মমতা লেখেন, ‘আমার ব্যক্তিগত ভাবে মনে হয়েছে, আড়াই লক্ষ কিউসেক জল ছাড়ার প্রয়োজন ছিল না। তা না হলে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি এত ভয়াবহ আকার ধারণ করত না। তাই আমার মনে হয়, কেন্দ্রীয় মন্ত্রী যে বলেছেন বন্যা নিয়ন্ত্রণের জন্য সব রকম চেষ্টা করা হয়েছিল, তা পুরোপুরি ঠিক নয়। জলাধার নিয়ন্ত্রণকারীরা ঠিক মতো কাজ করতে পারেননি। তা ছাড়া, মাইথন এবং পাঞ্চেতে সংস্কারের কাজ চলছে বলে আমি শুনেছি। সেগুলিও শেষ হয়নি। আমি ডিভিসি-র কমিটি থেকে আমার প্রতিনিধি প্রত্যাহার করে নিচ্ছি।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুবর্ণরেখা নদী পারাপারের সময় জলে ডুবে মৃত্যু হস্তি শাবকের

ধান্যকুড়িয়ার বল্লভ রাজবাড়ির দিঘির পাড়ে ঠাকুর – চাকরদের ঘরগুলি জঙ্গলে পরিণত হয়েছে

দুর্গাপুজোর আগে দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরালেন বিধায়ক ও চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়

শুক্রবার বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ঘনিয়ে আসছে দুর্যোগ, পুজোয় ভাসবে কলকাতা

নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে ফের বড়সড় ফাটল,ভারী যান চলাচল বন্ধ

মাটির দুর্গা নয়, জলপাইগুড়িতে এবার বাজিমাত করবে জীবন্ত দুর্গা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর