30ºc, Haze
Sunday, 2nd April, 2023 6:34 pm
নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে রাজ্যজুড়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের নয়া রাজনৈতিক কর্মসূচি ‘দিদির সুরক্ষা কবচ’ শুরু হয়েছে। মানুষের দরজায়-দরজায় পৌঁছে যাচ্ছেন ‘দিদির দূত’রা। আর ওই কর্মসূচি চলার মধ্যেই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জঙ্গলমহল ও উত্তরবঙ্গে সভা করার সিদ্ধান্ত নিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী মাসের চার তারিখে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা করবেন তিনি। ১১ ফেব্রুয়ারি কোচবিহারের মাথাভাঙ্গা কলেজে সভা রয়েছে তাঁর। দুই সভাতেই একাধিক বিজেপি নেতা পদ্ম পতাকা ছেড়ে হাতে ঘাসফুলের পতাকা নিতে পারেন।
দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। আর ২০২৪ সালের লোকসভা ভোটের আগে গ্রাম বাংলার ভোটের যে আলাদা তাৎপর্য রয়েছে তা ভালই জানেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই পঞ্চায়েত ভোটের আগেই প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপির ঘর ভেঙে দলের নিচুতলার নেতা ও কর্মীদের মনোবল বাড়াতে চাইছেন। সম্প্রতি জঙ্গলমহল ও উত্তরবঙ্গের একাধিক বিধায়ক তৃণমূলের দ্বিতীয় শীর্ষ নেতার সঙ্গে গোপন বৈঠক করেছেন। ওই বিধায়করা শাসকদলে আসার জন্য উন্মুখ হয়ে রয়েছেন। কোচবিহার ও কেশপুরের সভায় ওই বিধায়করা সরাসরি ঘাসফুল শিবিরে যোগ দিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।
গত লোকসভা ও পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে বড়সড় ধাক্কা খেয়েছিল শাসকদল তৃণমূল কংগ্রেস। যদিও বিধানসভা ভোটে জঙ্গলমহলে পায়ের তলার হারানো জমি অনেকটাই ফিরে পেয়েছিল ঘাসফুল শিবির। তবে তাতে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রাম বাংলা দখলের ভোটযুদ্ধে রাজ্যের দুই প্রান্তে বিজেপি শিবিরকে রাম ধাক্কা দিতে চাইছেন তিনি।