এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ভোট মিটলেই দুয়ারে সরকার, ঘোষণা মমতার, নজরে রেশন কার্ড

Courtesy - Google and Facebook.

নিজস্ব প্রতিনিধি: কোভিড আবহে একুশের বিধানসভা নির্বাচনের আগে ২০২০ সালের ডিসেম্বর মাসে রাজ্যে প্রথমবারের জন্য দুয়ারে সরকার(Duare Sarkar) কর্মসূচী চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তারপর থেকে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৮টি দুয়ারে সরকার কর্মসূচী হয়েছে যেখানে সারা রাজ্যে মোট ৬ লক্ষ ৬৮ হাজার ৫৬৩টি শিবির আয়োজন করা হয়েছে মানুষের কাছ থেকে তাঁদের চাহিদা অনুসারে আবেদন গ্রহণের জন্য। এখনও পর্যন্ত এই ৮টি কর্মসূচীতে মোট ১১ কোটিরও বেশি মানুষ যোগ দিয়েছেন। কার্যত বাংলার বুকে রাজ্য সরকারের আয়োজিত এই কর্মসূচী এখন দেশের সব থেকে বড় এবং জনপ্রিয় সরকারি কর্মসূচী হিসাবে চিহ্নিত হয়েছে। রাজ্য সরকারের চালু করা নানান ধরনের আর্থসামাজিক প্রকল্পের সুযোগ পাওয়ার জন্য বাংলার কয়েক কোটি মানুষ দুয়ারে সরকার কর্মসূচীর জন্য অপেক্ষা করেন। কেননা সেখানেই সেই সব প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদন নেওয়া হয়। এবার সেই দুয়ারে সরকার প্রকল্পের জন্যই বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন অর্থাৎ ১৯ এপ্রিল থেকে মুখ্যমন্ত্রী রাজ্যে সর্ববৃহৎ সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদের(Murshidabad) বুকে লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) প্রচার শুরু করে দিলেন। সেই সূত্রেই তিনি এদিন হরিহরপাড়ায় একটি নির্বাচনী জনসভায় যোগ দেন। সেই সভাতেই তিনি সংখ্যালঘু সমাজকে কেন্দ্র সরকারের CAA, NRC, UCC নিয়ে ভয় পেতে নিষেধ করেন। পরিবর্তে কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে হটানোর ডাক দেন। তিনি বলেন, ‘দেশকে যদি বাঁচাতে চান তাহলে কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে হাটান। বিজেপিকে না হঠালে বিজেপি আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে। শুনে রাখুন আমি কথা দিয়ে যাচ্ছি, আমি জীবিত থাকতে বাংলায় NRC করতে দেব না, সিভিল কোড চালু করতে দেব না। বাংলায় NRC হবে না, ক্যা হবে না। দরকার হলে না খেয়ে থাকব, কিন্তু বাংলায় ক্যা, NRC, সিভিল কোড চালু করতে দেব না। যাদের রেশন কার্ড(Ration Card) নেই তাঁরা একদম ভয় পাবেন না। আপনার কাজই আপনার নাগরিকত্বের প্রমাণ। ভোটের পরেই আমি দুয়ারে সরকার করে দেব আর একটা। যাদের রেশন কার্ড নেই তাঁরা সেখানে গিয়ে আবেদন জানাবেন। যা আছে তাই দিয়েই আবেদন করবেন।’

এর পাশাপাশি তিনি জেলার পরিযায়ী শ্রমিকদের নিয়েও মুখ খোলেন। তিনি বলেন, ‘যারা বাইরে কাজ করেন, তাঁদের জন্য বলছি। আমরা একটা পরিযায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করেছি। সেখানে আপনারা নাম তুলুন যারা এখনও তোলেননি। এতে আপনাদের সুবিধা হবে। বাইরে গিয়ে কেউ বিপদে পড়লে আমরা সঙ্গে সঙ্গে আপনাকে সাহায্য করতে পারবো। কেউ বিপদে পরলেই, আমরা তাঁদেরকে নিয়ে এসে এখানে চিকিৎসার সুযোগ করে দেব। পরিযায়ী শ্রমিকেরা যাঁরা রমজানে বাড়ি এসেছেন, ভোট না দিয়ে নড়বেন না এক পা-ও। ভোট না দিলে আধার কার্ড থেকে আপনার নাম বাদ দিয়ে দেবে। CAA, NRC-তে নাম ঢুকিয়ে দেবে। এভাবেই ওরা অসমে ১৯ লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল। কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা দেয় না। আমি গ্যারান্টি দিচ্ছি। ৫০ দিনের কাজ করতে পারবেন। কেউ চাইলে ৬০ দিনও করতে পারেন। মোদি কী গ্যারান্টি দিচ্ছে? অভিন্ন সিভিল কোর্ট করবে বিজেপি। ওটা চালু হলে আপনার আলাদা বলে কোনও ধর্মীয় রীতি থাকবে না। এই যে হিন্দুদের বিয়ে হয় সন্ধেতে, মুসলিমদের দিনের বেলায় কিংবা আদিবাসীরা কি রকম দোলায় চেপে বিয়ে করতে যায়- এই সব রীতি ওরা তুলে দিতে চাইছে। মোদি যদি আবার ক্ষমতায় আসে দেশে গণতন্ত্র, স্বাধীনতা বলে কিছু থাকবে না। তাই দেশকে বাঁচাতে মোদিকে, বিজেপিকে হাটাতে হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে চলল গুলি, নামল র‍্যাফ

রেজাল্ট ভালো হবে না এই আশঙ্কা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

কংগ্রেসের দুর্গ রক্ষা নাকি জোড়াফুলের জয়, তাকিয়ে দক্ষিণ মালদার জনতা

আচমকা বাড়ির ছাদ ভেঙে মাটিতে ঢুকে গেল ধাতব গোলক, তদন্তে পুলিশ

‘যত ভোট তত গাছ’, মনোনয়ন দিয়ে ঘাটালবাসীদের প্রতিশ্রুতি দেবের

২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা কবে ? জানিয়ে দিল পর্ষদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর