এই মুহূর্তে




দেবী এখানে নিরাকার, জানেন আউশগ্রামের অন্ধকালীর আখ্যান?

নিজস্ব প্রতিনিধি, আউশগ্রাম : আর মাত্র ১দিন। তারপরেই শহর থেকে গ্রাম মেতে উঠবে কালী আরাধনায়। শহর থেকে শহরতলী ও রাজ্যের বিভিন্ন গ্রামে প্রান্তরে পূজিত হবেন শ্যামা মা। রাজ্যের বিভিন্ন প্রান্তে লুকিয়ে রয়েছে মা কালিকার বিভিন্ন ইতিহাস। এক একটি পুজোর পিছনে না জানা অনেক ইতিহাস লুকিয়ে থাকে। পূর্ব বর্ধমানের আউশগ্রামের অন্ধকালীর ইতিহাস সম্পর্কে কতটা জানেন সাধারণ মানুষ?

আউশগ্রামের শিবদা গ্রামে মা কালী ও শিব একসঙ্গে পূজিত হন। শিলায় পুজো করা হয়ে তাঁদের। এখআনে মায়ের কোনও আকার নেই, তিনি নিরাকার। মা কালী অন্ধকালী নামে পরিচিত এখানে। শিব পরিচিত ভৈরবনাথ নামে। সূত্রের খবর, আউশগ্রাম-১ ব্লকের গুসকরা ২ পঞ্চায়েতের শিবদা গ্রামে একসময় মহাকাল ভৈরব ও ভৈরবীর পুজো হতো। মিশ্র পরিবারের সদস্যকে রাজ পুরোহিতের দায়িত্ব দিয়েছিলেন বর্ধমানের রাজা। সেই মিশ্র পরিবারই এখনো পুজোর দায়িত্ব নিয়ে আসছে। বংশ পরম্পরায় তাঁরাই পুজো করে আসছেন মায়ের। তাঁদের কাছ থেকেই শোনা যায় অন্ধকালীর আখ্যান।

জানা গিয়েছে, এক সময় সাধক কমলাকান্ত মায়ের সাধনা করতেন গ্রামে। সেই সময় চারদিকে শুধু গাছ দিয়ে ঘেরা ছিল। বলা যায় জঙ্গল ঘেরা গ্রাম। মায়ের শিলাখণ্ড কিভাবে সেখানে এসেছে তা সঠিকভাবে কেউই বলতে পারেন না। সাধক কমলাকান্ত একটি বটগাছের তলায় সাধনা করতেন। সেই সাধনা চলাকালীন একদিন ডাকাত হানা দেয় সেখানে। আক্রান্ত হন সাধক। সেই সময় দেবী রুষ্ট হয়ে ডাকাতদের চোখ অন্ধ করে দেন। তবে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করার পর ডাকাতদের চোখ ফিরিয়ে দিয়েছিলেন দেবী। তারপর থেকেই মা অন্ধকালী নামে পরিচিত।

শিবদা গ্রামে নিয়মিত মায়ের পূজো করা হয়। অমাবস্যার দিনগুলোতে বিশেষ পুজোর আয়োজন করা হয় মায়ের জন্য। এখানে বলি প্রথা রয়েছে। অনেকেই মায়ের কাছে মানদ করেন। সেই মানদ পূরণ হলে কালীপুজোর সময় বহু ভক্ত ছাগ বলিদান। সেবায়তরা বলেন, মায়ের কাছ থেকে কেউ খালি হাতে ফেরে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর হাতে বন্দি কাকদ্বীপের ১৪ ম‍ৎস্যজীবী

বন্যাবিধ্বস্ত গ্রামে ত্রাণ হাতে পৌঁছালেন মন্ত্রী, দিলেন আশ্বাস

দার্জিলিঙে বসে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মমতা, সেই বাড়ি পুড়ে ছাই

দুর্গাপুরে কালীপুজোয় এবারের থিম জৈন মন্দির, চোখের সামনে ভেসে উঠবে কালাপানির অত্যাচার

সাঁইথিয়ায় বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী কে? ঘোষণা করে দিলেন কেষ্ট

রাস্তার মধ্যেই মহিলাকে জোরপূর্বক চুমু খেয়ে পালাল দুষ্কৃতী, সাঙ্ঘাতিক ঘটনা যোগী রাজ্যে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ