এই মুহূর্তে




সাঁইথিয়ায় বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী কে? ঘোষণা করে দিলেন কেষ্ট

নিজস্ব প্রতিনিধি, সাঁইথিয়া : ভোটের দামামা বাজতে বাকি এখনও কয়েক মাস। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে প্রস্তুত শাসক থেকে বিরোধী শিবির। রথি মহারথিরা রাজ্যে ভোটের আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে কোন কেন্দ্রে কে প্রার্থী হবে সেই নিয়ে মুখ খোলেননি কেউই। এই পরিস্থিতিতে সাঁইথিয়ার তৃণমূল কর্মীর নাম ঘোষণা করলেন অনুব্রত মণ্ডল। কেষ্টর এই ঘোষণার পরে দলের মধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।

জানা গিয়েছে, সাঁইথিয়া শহরে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে আচমকাই  লীলাবতি সাহার নাম করেন কেষ্ট। তাঁকে জেতানোর আহ্বান জানিয়েছেন কেষ্ট। সেখানে তিনি দাবি করেন, লীলাবতি সাহা মমতা বন্দ্য়োপাধ্যারে প্রার্থী। আগেভাগে প্রার্থীর নাম বলা নিয়ে তাঁকে খোঁচা দিয়েছেন সুকান্ত মজুমদার।

অনুব্রত মণ্ডল এদিন বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী যিনি হোন না কেন তাকে জেতাতে হবে। সেই সময় লীলাবতি সাহার নাম নিয়ে তিনি বলেন, লীলাবতি সাহা প্রার্থী মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। তাঁকে না জেতালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন না। এখানেই বিজেপি খোঁচা দিয়ে বলেছে, এবার কাজল শেখ কী করেন সেটাই দেখার। তৃণমূলের শীর্ষস্থান থেকে বার বার নির্দেশ এসেছে, একসঙ্গে সকলকে কাজ করতে হবে। সেইমতো একাধিকবার কাজল ও কেষ্টকে একত্রে দেখতে পাওয়া গিয়েছে। এবার প্রার্থী হিসেবে নাম ঘোষণা করার পর পরিস্থিতি কেমন পর্যায়ে পৌঁছায় সেটাই এখন দেখার। কয়েকদিন আগে নানুর ব্লকে গিয়ে কাজল শেখ বলেছিলেন এবার নানুর লিড দেবে। তবে তিনি কোনও প্রার্থীর কথা বলেননি। কিন্তু শনিবার বিজয় সম্মিলনী থেকে নাম করলেন কেষ্ট।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর হাতে বন্দি কাকদ্বীপের ১৪ ম‍ৎস্যজীবী

বন্যাবিধ্বস্ত গ্রামে ত্রাণ হাতে পৌঁছালেন মন্ত্রী, দিলেন আশ্বাস

দার্জিলিঙে বসে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মমতা, সেই বাড়ি পুড়ে ছাই

দুর্গাপুরে কালীপুজোয় এবারের থিম জৈন মন্দির, চোখের সামনে ভেসে উঠবে কালাপানির অত্যাচার

পদ্ম রাজ্যে সন্ত্রাসের শিকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার হিড়িক, আবেদন ছাড়াল ৭৫ হাজার, শুরু বাছাই

ব্রিটিশ পুলিশের হাত থেকে রক্ষা করেছিলেন স্বয়ং মা কালী, কোথায় সেই মন্দির?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ