এই মুহূর্তে




আরাবুল পুত্রকে খুনের হুমকি, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হাকিমুল

নিজস্ব প্রতিনিধি: প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে উপপ্রধান হাকিমুলকে। আর তারপরেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। পুলিশের কাছে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী দেওয়ার আবেদন জানিয়েছেন। ভাঙড়ের (Bhangar) তৃণমূল নেতা আরাবুল ইসলামের পুত্র তিনি। ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে আরাবুলের (Arabul) পুত্রকে খুনের হুমকি দেওয়ায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

ভাঙড়- ২ ব্লকের পোলেরহাট-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাকিমুলের অভিযোগ,  তাঁর প্রাণনাশের হুমকি দিচ্ছে তথ্য এগেনস্ট গ্রুপ ও বিরোধী রাজনৈতিক দল। থানায় এই অভিযোগ দায়ের করলেও সাংবাদিকদের তিনি জানান, তাঁকে হুমকি দিচ্ছে জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। তাই প্রাণ রক্ষার জন্য তিনি ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী চেয়েছেন। অন্যদিকে আইএসএফ, বিজেপি এবং জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, স্থানীয় কাশীপুর থানায় আবেদন জানিয়েছিলেন আরাবুল পুত্র। এও জানা গিয়েছে, হাকিমুল আবেদন জানিয়েছিলেন ২৮ মার্চ।

আর এই বিষয়ে বাইরের লোকেদের তিনি বিশেষ কিছু বলতে চাননি। তবে হুমকি দেওয়ার এই প্রসঙ্গে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভাঙড়ে আরাবুল পুত্রকে হুমকি দেওয়া সহজ নয়। আর কী কারণে হুমকি তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। সমগ্র বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ (Police)। জানা গিয়েছে, কে বা কারা খুনের হুমকি দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কেনই বা খুনের হুমকি দিয়েছে, তাও জানার চেষ্টা করা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর হাতে বন্দি কাকদ্বীপের ১৪ ম‍ৎস্যজীবী

বন্যাবিধ্বস্ত গ্রামে ত্রাণ হাতে পৌঁছালেন মন্ত্রী, দিলেন আশ্বাস

দার্জিলিঙে বসে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মমতা, সেই বাড়ি পুড়ে ছাই

দুর্গাপুরে কালীপুজোয় এবারের থিম জৈন মন্দির, চোখের সামনে ভেসে উঠবে কালাপানির অত্যাচার

সাঁইথিয়ায় বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী কে? ঘোষণা করে দিলেন কেষ্ট

পদ্ম রাজ্যে সন্ত্রাসের শিকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার হিড়িক, আবেদন ছাড়াল ৭৫ হাজার, শুরু বাছাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ