এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

শুভেন্দুর মান রাখতে বিজেপিতে বলির পাঁঠা অরূপ

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) খাস তালুক হল পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার নন্দীগ্রাম(Nandigram)। সেখান থেকেই একুশের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করে তিনি এসেছেন বাংলার বিধানসভায়। যদিও সেই নির্বাচনী ফলাফল নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে তা নিয়ে মামলা ঝুলেও রয়েছে। কিন্তু নন্দীগ্রাম যে শুভেন্দুর পাশে নেই সেটা স্পষ্ট হয়ে গিয়েছে নন্দীগ্রাম ও কাঁথি এলাকার দু-দুটি সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনে। দুটি জায়গাতেই গোহারান হেরেছে বিজেপি(BJP)। আর সেই হারের দায় কার্যত চেপেই গিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতার ঘাড়ে। সেই বিড়াম্বনা থেকে শিশিরপুত্রকে রেহাই দিতে এবার বঙ্গ বিজেপির তরফ থেকে একপ্রকার জোর করে নির্বাচনী বিপর্যয়ের যাবতীয় দায়ভার নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হল মেদিনীপুরের নন্দীগ্রামের বিজেপির দক্ষিণ মণ্ডল সভাপতি অরূপ জানাকে(Arup Jana)। অরূপ নিজে জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করছেন। যদিও বঙ্গ বিজেপি সূত্রের দাবি, তাঁকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।  

নন্দীগ্রামের বুকে বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার গত ২১ অগস্ট হয়ে যাওয়া হানুভুঁইয়া কৃষি উন্নয়ন সমবায়ের পরিচালন সমিতির নির্বাচনী ফলাফলে জোর ধাক্কা খেয়েছে বিজেপি। ওই নির্বাচনে পরিচালন সমিতির ৫২টি আসনের মধ্যে তৃণমূল(TMC) পেয়েছে ৫১টি আসন। শুধু তাই নয়, নির্বাচনে ২,৫০০ জন ভোটারের প্রায় ৯০ শতাংশ ভোটই তৃণমূলের পক্ষে গিয়েছে। একটি আসন দখল করে বামেরা, যা বিজেপির অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে। শুধু এই সমিতির নির্বাচনী ফলাফলই নয়, নন্দীগ্রামের পাশাপাশি কাঁথি ৩ নম্বর ব্লকের মারিশদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতিও তৃণমূলের দখলে চলে যায়। ওই সমবায়ের ৪১টি আসনের সবকটি জিতে নেন জোড়াফুলের প্রার্থীরা। আর সেই ফলাফলই চরম বিড়াম্বনায় ফেলে দিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতাকে। নন্দীগ্রাম তাঁর নিজ নির্বাচনী কেন্দ্র। আবার কাঁথিতে তাঁর বাড়ি। কেন অধিকারী গড়ে দুই জায়গাতেই বিজেপিকে হারতে হল তা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠে গিয়েছিল। প্রশ্ন উঠেছিল, এই হারের জেরে কী এটাই স্পষ্ট হচ্ছে যে অধিকারী গড়ের মানুষ এখন আর অধিকারীদের চাইছে না!

কার্যত এই অস্বস্তি থেকে শুভেন্দুকে দূরে সরিয়ে রাখতেই এবার বলির পাঁঠা করা হল বিজেপির নন্দীগ্রামের দক্ষিণ মণ্ডল সভাপতি অরূপ জানাকে। সমবায় ভোটে বিপুল হারের দায় নিজের ঘাড়ে নিয়ে পদত্যাগ করেছেন অরূপ। দলকে লেখা ইস্তফাপত্রে শারীরিক অসুস্থতার কথা লিখেছেন অরূপ। যদিও তিনি নিজে জানিয়েছেন, ‘দল যখন হারে তখন তার নৈতিক দায় নেতৃত্বকেই নিতে হয়। না হলে কর্মীরা অসন্তুষ্ট হয়ে পড়েন। আমিও এই পরাজয়ের দায় স্বীকার করছি। যে হেতু পার্টির ভাবমূর্তি নষ্ট করে ফেলেছি সেই কারণে মণ্ডল সভাপতির পদ থেকে আমি পদত্যাগ করছি।’ যদিও বঙ্গ বিজেপির সূত্রে জানা গিয়েছে তাঁকে কার্যত জোর করেই পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে যাতে শুভেন্দুর ভাবমূর্তিতে হারের দায় না চাপে। এমনকি এই নিয়ে যাতে বিতর্ক না বাঁধে তার জন্য বিজেপির তমলুক জেলা কমিটির সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বলানো হয়েছে যে, ‘গত বিধানসভা ভোটে সব থেকে বেশি লিড এসেছিল এই অঞ্চল থেকেই। স্বাভাবিক ভাবেই অরূপ জানার নেতৃত্বেই এই এলাকার বিজেপি কর্মীরা মন্ডলের কার্যক্রম পরিচালনা করবেন। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে এই পরিস্থিতি থেকে দল ঘুরে দাঁড়াবে বলেই আমি আশাবাদী।’ যদিও এসব বলে কার্যত শাক দিয়ে মাছ না থাকাটা ঢাকা দেওয়া যাচ্ছে না।

গোটা ঘটনাটি ঘিরে বিজেপিকে খোঁচা দিতে ছাড়েনি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পীযূষ ভুঁইয়া জানিয়েছেন, ‘বিজেপির অন্দরে দ্বন্দ্ব রয়েছে। নন্দীগ্রাম-২ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতির পদত্যাগ তারই বহিঃপ্রকাশ। বিরুলিয়ায় সমবায়ের নির্বাচনে হেরে গিয়ে বিজেপির মধ্যে এখন ব্যাপক ঝামেলা শুরু হয়েছে। অরূপের পদত্যাগকে সামনে রেখে বিজেপি দলীয় কোন্দলকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তাতে সব কিছু ঢাকা দেওয়া যাবে না। একুশের নির্বাচনে মুখ্যমন্ত্রীকে লোডসেডিং করিয়ে হারানো হয়েছিল। মানুষ সেই কারচুপি ও প্রতারণা মেনে নেয়নি। এখন বিজেপিকে তার ফল ভুগতে হচ্ছে। যতদিন যাবে বিজেপির পাশে ততই দাঁড়ানোর লোকও জুটবে না মেদিনীপুরের মাটিতে। শুভেন্দু অধিকারী মানুষের দোরে দোরে প্রত্যাখ্যাত হবেন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজবংশী ভোট উদ্বেগে রাখছে পদ্মশিবিরকে, ভাবাচ্ছেন অনন্ত মহারাজ

২ বাইকের মুখোমুখি সংঘর্ষে উল্টে গেল টোটো, নিহত ৩ যুবক, আহত ২ যাত্রী

ভোটের আগেই ভিন্ন চিত্র , বিজেপি কর্মীর বাড়িতে  মধ্যাহ্নভোজন সারলেন তৃণমূল বিধায়ক

উজ্জলা যোজনা প্রকল্পের গ্রাহকদের ঘিরে সংশয়ে বিজেপি নেতৃত্বই

 বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, নির্বাচনের আগে উত্তপ্ত মুর্শিদাবাদ  

চাকরি খোয়ানো ঋণগ্রহীতাদের বাড়ি বাড়ি নোটিস যাবে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর