এই মুহূর্তে




নারী শরীরে ফুটে উঠল বামা কালীর অবয়ব, শিল্পীর সৃষ্টিতে মুগ্ধ নেট নাগরিক

নিজস্ব প্রতিনিধি:একবার নাচো নাচো গো শ্যামা
নাচো তেমন করে,
একবার নাচো মা

বামা কালী শুনলেই মনের মধ্যে অবধারিতভাবে উঁকি দেয় এই গান। শান্তিপুরের অত্যন্ত জাগ্রত বামা কালী বিখ্যাত তাঁর নিজগুণেই। তিনি তো সকল গুণের আধার, তাই মুণ্ডমালা গলে ধারণ করে আর হাতে অসি নিয়ে ধ্বংসলীলায় মাতলেও সন্তানের কাছে তিনি স্নেহশীলা জননী। এবার এক নারীর শরীরে শান্তিপুরের জনপ্রিয় ও জাগ্রত বামা কালীর অবয়ব ভটিয়ে তুললেন স্বনামধন্য মেকআপ আর্টিস্ট মুক্তি রায়। বর্তমানে তিনি সোদপুরের বাসিন্দা। বিবাহসূত্রে ছিলেন কৃষ্ণনগরে। কৃষ্ণনগর থেকে শান্তিপুরের দূরত্ব আর কতটা, তাই বামাকালীর স্বচক্ষ দর্শন না হলেও কথা শুনতেন খুব। পরে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বামাকালীকে। তখন থেকেই মনের মধ্যে ছিল সুপ্ত বাসনা। নিজের শিল্পকর্মের মধ্য দিয়ে যদি একদিন মানব দেহে বামা কালীর রূপ ফুটিয়ে তুলতে পারেন তাহলে বেশ হয়। অবশেষে সেই ইচ্ছা হল পূরণ। মুক্তি রায়ের হাত ধরে মানবদেহে ফুটে উঠলেন বামা কালী।

এই প্রথম নয়, এর আগে নারী দেহে বড়মার অবয়ব ফুটিয়ে তুলেছিলেন মুক্তি। এ বছর শান্তিপুরের জাগ্রত বামা কালীর অবয়ব ফুটিয়ে তুলেছেন তিনি। দেহে বামা কালীর অবয়ব ফুটিয়ে তুলতে কয়েক ঘন্টা সময় লেগেছে তার। সম্পূর্ণ রং তুলি দিয়ে নারীর শরীরে তিনি ফুটিয়ে তুলেছেন বামা কালির অবয়ব। তারপর ছবি তুলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় তা আপলোড করেন। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই সব ছবি ও ভিডিও। ভিডিও করতে তাঁকে সাহায্য করেছেন স্বামী দেবাশীষ বিশ্বাস। তিনি নিজেও একজন ফটোগ্রাফার এবং ভিডিও এডিটর।

শিল্পী জানিয়েছেন মানুষের কাছ থেকে ভূয়সী প্রশংসা এসেছে। অনেকে আবার আবদার করে বলেছে এবার যেন তিনি কৃষ্ণনগরের বুড়িমার অবয়ব ফুটিয়ে তোলেন। মুক্তি রায়ের কথায়, “বামা কালী ফুটিয়ে তোলার পর থেকে এখন অনেকে বলছেন কৃষ্ণনগরের বুড়িমার অবয়ব ফুটিয়ে তুলতে। ভবিষ্যতে সেই চেষ্টা করব। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই অনেকে মোটা টাকা অফার করছেন পুনরায় সাজিয়ে তোলার জন্য। সবাইকে আমার অনুরোধ, প্রতি বছর একবারই আমি এই শিল্পকর্ম করে থাকি। অর্থের লোভ দেখিয়ে আমাকে দিয়ে সেই কাজ আর করানো যাবে না। এ নেহাত ভালোবাসা ও মায়ের প্রতি শ্রদ্ধা ও ভক্তির জন্যই আমার করা।” চলতি বছর কালী পুজোর সময় বামা কালীর পুজো এবং নিরঞ্জন দেখার ইচ্ছে রয়েছে পেশায় মেক আপ আর্টিস্ট মুক্তি রায়ের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর হাতে বন্দি কাকদ্বীপের ১৪ ম‍ৎস্যজীবী

বন্যাবিধ্বস্ত গ্রামে ত্রাণ হাতে পৌঁছালেন মন্ত্রী, দিলেন আশ্বাস

দার্জিলিঙে বসে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মমতা, সেই বাড়ি পুড়ে ছাই

দুর্গাপুরে কালীপুজোয় এবারের থিম জৈন মন্দির, চোখের সামনে ভেসে উঠবে কালাপানির অত্যাচার

সাঁইথিয়ায় বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী কে? ঘোষণা করে দিলেন কেষ্ট

পদ্ম রাজ্যে সন্ত্রাসের শিকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার হিড়িক, আবেদন ছাড়াল ৭৫ হাজার, শুরু বাছাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ