এই মুহূর্তে




৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু, বঙ্গবিভূষণে সম্মানিত শত্রুঘ্ন সিনহা, আরতি মুখোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি : শুরু হয়ে গেল ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মহাসমারোহের সঙ্গে এই অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের অনুষ্ঠান দিয়ে সূচনা হল ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। “এসো মনের দরজা খোলো, এসো এখনই আলো জ্বালো” গানটির কম্পোজিশন খোদ মুখ্যমন্ত্রীর।

এদিনের অনুষ্ঠানে প্রথম সারিতেই ছিলেন পরিচালক রমেশ সিপ্পি। তাঁকে সংবর্ধনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর হাতে দুর্গামূর্তিও তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি লসংবর্ধনা দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়, সুজয় ঘোষকে। চলতি বছরে বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হয়েছে শত্রুঘ্ন সিনহাকে। বঙ্গবিভূষণে সম্মানিত করা হয়েছে কিংবদন্তি সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায়কে। সঙ্গীতশিল্পীর আবেগঘন  মুহূর্ত কাটালেন মুখ্যমন্ত্রী।  এদিন মুখ্যমন্ত্রীর কথায় উঠে এসেছে ঋত্বিক ঘটক, সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তমকুমার সহ সকলের কথা।

জানা গিয়েছে, এই বছর মোট ৩৯ দেশের ২১৫টি ছবি দেখা নো হবে এই চলচ্চিত্র উৎসবে। যার মধ্যে ১৮টি ভারতীয় ভাষা ও ৩০টি বিদেশী ভাষার চলচ্চিত্র বলে জানা গিয়েছে। পাশাপাশি থাকছে বিশেষ বিভাগ ‘গানে গানে সিনেমা’, নানা সেমিনার ও আলোচনা সভা। জানা গিয়েছে, এই বছর চলচ্চিত্র উৎসবের ট্যাগলাইন ‘চলচ্চিত্র মেলায় বিশ্ব’। সপ্তপদী ছবি দিয়ে উদ্বোধন হবে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা। নন্দন চত্বর হয়ে উঠেছে সিনেমার বাড়ি। বড় বড় দেওয়ালে কলকাতার অভিজাত বাড়ির আদল ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে আঁকা হয়েছে সপ্তপদীর একাধিক দৃশ্যেক ছবি। ৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হবে ঋত্বিক ঘটকের ৬টি ছবির পুনরুদ্ধারকৃত সংস্করণ। সেখানে দেখানো হবে, বাড়ি থেকে পালিয়ে, তিতাস একটি নদীর নাম, মেঘে ঢাকা তারা, অযান্ত্রিক, কোমল গান্ধার, সুবর্ণরেখার মতো কালজয়ী ছবিগুলি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার এসআইআর ফর্ম নেওয়া নিয়ে ‘ভুয়ো খবর’ ছড়ানোর পিছনে বড় ষড়যন্ত্র!

পাখির চোখ বিধানসভা ভোট, ৭ পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন BLO, চাঞ্চল্য চাঁচলে

সরকারি স্কুলে প্রার্থনা সভায় গাইতে হবে ‘বাংলার মাটি বাংলার জল’, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

‘সিনেমাকে কাঁটাতারে বাঁধা যায় না’, চলচ্চিত্র উ‍ৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বার্তা মুখ্যমন্ত্রীর

বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার থেকে কামারহাটি ‘বাংলা বাঁচাও যাত্রা’র ডাক বামেদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ