এই মুহূর্তে




নজির গড়ল বনগাঁ মহকুমা হাসপাতাল, ডেঙ্গু চিকিৎসায় হল আলোর দিশারী

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গু আক্রান্তের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে বড় সাফল্য পেল বনগাঁ মহকুমা হাসপাতাল। জেলা ও স্বাস্থ্য দফতরের দেওয়া গাইডলাইন অনুযায়ী চিকিৎসা পরিষেবা প্রদান করে এবং হাসপাতালের সুপারের একনাগারে তদারকির জন্য চলতি বছরের ডেঙ্গু মৃত্যুর হার শূন্যে নেমে এসেছে এখানে। এই কারণেই রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ডেঙ্গু মডেল হাসপাতালের শিরোপা পেয়েছে বনগাঁ মহকুমা হাসপাতাল।

উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে এলাকা হিসেবে পরিচিত বনগাঁ মহকুমা। ২০২৩ সালে এখানে প্রচুর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। অন্তত ৪০০০ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের মধ্যে সকলেই যে ঘরে ফিরতে পেরেছিলেন তা নয়, অনেকেরই মৃত্যু হয়েছিল। কারও কারও অবস্থা এত খারাপ হয়েছিল যে তাদের স্থানান্তরিত করতে হয়েছিল অন্য হাসপাতালে। কিন্তু ২০২৪ সাল থেকে আক্রান্তদের চিকিৎসা এবং সচেতনতার ক্ষেত্রে জেলা ও রাজ্য স্বাস্থ্য দফতর প্রদত্ত গাইডলাইন মেনে কাজ করতে শুরু করে বনগাঁ মহকুমার হাসপাতাল কর্তৃপক্ষ। যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয় চিকিৎসক ও নার্সদের। জোর দেওয়া হয় এইচডিইউ, আইসিইউ থেকে ব্লাড ব্যাঙ্ক, প্যাথলজির উপর। প্রতি মাসে অন্তত দুবার পরিদর্শন করেন জেলা এবং স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা।

নিয়ম মানতেই ফল পাওয়া গিয়েছে। প্রাথমিক চিকিৎসা ও আউটডোর পরিষেবা যথাযথভাবে হওয়ার কারণে ২০২৪ সালে এক ধাক্কায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে যায়। ওই বছর ৪৯২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। চলতি বছর জুলাই থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। ফলে বনগাঁ মহকুমা ফের জলমগ্ন। ডেঙ্গুতেও আক্রান্ত হয়েছেন অনেকে।

হাসপাতাল সূত্রে খবর এবছর অক্টোবর মাস পর্যন্ত প্রায় ৩৫০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি হন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৫। একজনও ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি। এমনকি কাউকে অন্য কোনও হাসপাতালেও স্থানান্তরিত করতে হয়নি। ডেঙ্গু আক্রান্ত চিকিৎসার জন্য বাড়ানো হয়েছে বেডের সংখ্যা। হাসপাতালে ৬৫০টি বেডের মধ্যে ১৫০ টি বেড রাখা হয়েছে ডেঙ্গু আক্রান্তদের জন্য। ডেঙ্গু চিকিৎসায় এমন সাফল্য এসেছে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য দফতর তাদের স্বীকৃতির প্রদান করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর হাতে বন্দি কাকদ্বীপের ১৪ ম‍ৎস্যজীবী

বন্যাবিধ্বস্ত গ্রামে ত্রাণ হাতে পৌঁছালেন মন্ত্রী, দিলেন আশ্বাস

দার্জিলিঙে বসে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মমতা, সেই বাড়ি পুড়ে ছাই

দুর্গাপুরে কালীপুজোয় এবারের থিম জৈন মন্দির, চোখের সামনে ভেসে উঠবে কালাপানির অত্যাচার

সাঁইথিয়ায় বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী কে? ঘোষণা করে দিলেন কেষ্ট

পদ্ম রাজ্যে সন্ত্রাসের শিকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার হিড়িক, আবেদন ছাড়াল ৭৫ হাজার, শুরু বাছাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ