এই মুহূর্তে




বসিরহাট থেকে পিজি হাসপাতালের নাম ব্যবহার করা ভুয়ো চিকিৎসক গ্রেফতার




নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট থেকে পিজি হাসপাতালের বিশিষ্ট বক্ষ চিকিৎসকের নাম ও রেজিস্ট্রেশন ব্যবহার করে ভুয়ো চিকিৎসক(Fake Doctor) গ্রেফতার।একজন নামকরা MBBS ডাক্তারের নাম ও রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে ডাক্তারি করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার এক ব্যক্তি।গ্রেফতার হওয়া ব্যক্তি পুলিশের কাছে জানিয়েছে তার নাম-ইন্দ্রনীল বোস । বাড়ি-কোচবিহারে ।

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাটের ইটিন্ডা রোডের বদরতলা(Badartala) এলাকার একটি ফার্মেসী থেকে তাকে গ্রেফতার করে আমতা থানা(Amta P.S.) ও বসিরহাট থানার পুলিশ । বুধবার তাকে আমতা থানার পুলিশ গ্রেফতারকরে নিয়ে যায়। বৃহস্পতিবার ভুয়ো চিকিৎসককে আদালতে পেশ করবে পুলিশ।ডক্টর ইন্দ্রনীল বোস এর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ ।

ডক্টর ইন্দ্রনীল বোস অভিযোগ করেছিলেন পুলিশের কাছে যে তার নাম ও রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে এই ব্যক্তি বিভিন্ন জায়গায় চিকিৎসা করছে। ডক্টর ইন্দ্রনীল বোসের(De. Indranil Bose) অভিযোগের ভিত্তিতে বুধবার এই ভুয়ো ডাক্তারকে তার চেম্বার থেকে রুগী দেখার সময় গ্রেফতার করে পুলিশ। বসিরহাট থানা ও আমতা থানার পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয় ।ধৃত ব্যক্তি গ্রেফতারের পর ডাক্তারের কাছে নিজের নাম ইন্দ্রনীল বোস বলেই জানিয়েছে ।

যে ওষুধের দোকানে ওই ভুয়ো চিকিৎসক রোগী দেখছিলেন তারা জানান গত একমাস থেকে ওই ব্যক্তি নৈহাটি থেকে এসে বক্ষ বিশেষজ্ঞ(Cheast Specalist) হিসেবে রোগী দেখতেন। তিনি পিজি হাসপাতালের চিকিৎসক বলে দাবি করেছিলেন। তার নাম এবং রেজিস্ট্রেশন যা দেখিয়েছিলেন তা দোকানদার পরীক্ষা করে দেখেছিলেন ওই নামে রেজিস্ট্রেশন আছে। কিন্তু সেই চিকিৎসক এই ব্যক্তি নন এটা তারা জানতেন না।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিঘায় হোটেলের ঘর ভাড়ার রেট নির্দিষ্ট করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা , মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা

কেরলের নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের হাতে ফিরিয়ে দিল বেলিয়াবেড়া থানা

অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে মহকুমা শাসকের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন বৃদ্ধার

জল্পেশ মন্দিরে স্কাইওয়াক, ভিড়ের হাত থেকে মিলবে রক্ষা

OBC-র বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশে প্রশ্নের মুখে ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ