এই মুহূর্তে




স্কুল থেকে বাড়ি না ফিরে পুকুরে স্নান, তলিয়ে গেল ২ পড়ুয়া

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: পরীক্ষা শেষ। সেই আনন্দেই স্কুল থেকে সোজা বাড়ি না ফিরে বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান। আর তাতেই ঘনিয়ে এল বিপদ। তলিয়ে গেল দুই স্কুল পড়ুয়া। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে হুগলি জেলার(Hooghly District) শ্রীরামপুর মহকুমার কোন্নগর(Konnagar) এলাকায়। মৃত দুই স্কুল পড়ুয়ার(2 School Students) নাম সায়ন নাথ ও উজান ঘোষ। দুইজনই কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠের(Nabagram Bidyapith) সপ্তম শ্রেণির ছাত্র। এদিন তাদের স্কুলের ইতিহাস পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হওয়ার পর স্কুল থেকে খানিক দূরে একটি পুকুরে কয়েক জনের সঙ্গে তারা স্নান করতে গিয়েছিল। কোমরে থার্মোকল বেঁধে পুকুরে স্নান করছিল তারা। কিন্তু তারপরেও ডুবে(Death by Drowning) যায় তারা। দু’জনকে ডুবে যেতে দেখে বাকিরা ভয় পেয়ে পথচলতি কয়েক জনকে জানায়। কয়েক জনের চেষ্টায় পুকুর থেকে উদ্ধার করা হয় দুই ছাত্রকে। খবর যায় স্কুলে। দুই ছাত্রকে কানাইপুর স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু, কর্তব্যরত চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন বিনেশের প্রসঙ্গ টেনে অলিম্পিক্সে মেয়েদের তিরন্দাজিতে পদক জয়ের স্বপ্ন দেখালেন মমতা

এদিনের ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক জন ছাত্র স্নান করছিল পুকুরে। বাকিরা পুকুর থেকে উঠে এসেছিল। কিন্তু ওই দু’জন ডুবে যায়। সাঁতার না জানার কারণেই এই ঘটনা ঘটেছে বলে তাঁদের অভিমত। দুর্ঘটনা প্রসঙ্গে স্কুলের প্রধানশিক্ষিকা সোমা চৌধুরী জানিয়েছেন, ‘আজ পরীক্ষা শেষ হওয়ার পর ওরা পুকুরে স্নান করতে নামে। পুকুরটা স্কুল থেকে কিছুটা দূরে। পৌনে ১টা নাগাদ আমরা খবর পাই। পুকুরে গিয়ে দেখি, স্থানীয়েরা উদ্ধারের চেষ্টা করছে। এক ছাত্রকে ৫ মিনিট পর উদ্ধার করা হয়। আর এক জনকে দেরিতে পাওয়া গিয়েছিল।’ তিনি দুই ছাত্রের অকাল মৃত্যুতে শোকপ্রকাশ করেন। মৃত ছাত্র উজানের মা সোনালী ঘোষ বলেন, ‘স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরেনি ছেলে। ওর বাবা ফোন করে বলল হাসপাতালে আসতে। তার পর জানলাম, সব শেষ!’ কী ভাবে এই দুর্ঘটনা হল তার তদন্ত শুরু করেছে পুলিশ।   

আরও পড়ুন বাংলার ভোট পরবর্তী হিংসা মামলায় জামিন দিতে পারবে হাইকোর্ট আর নিম্ন আদালত, রায় সুপ্রিম কোর্টের

দুই পড়ুয়াদের সহপাঠীদের দাবি, স্কুল থেকে পরীক্ষা দিয়ে বেরিয়ে কয়েকজন বন্ধু মিলে ঠিক করে পুকুরে স্নান করবে। স্নান করে বাড়ি ফিরবে তারা। সকলে মিলেই তাই পুকুরে নেমেছিল। কিন্তু বাকিরা স্নান সেরে পুকুর থেকে উঠলেও সায়ন ও উজান ওঠেনি। এরপরই হইহই পড়ে যায়। জানা যায়, দু’জন তলিয়ে গিয়েছে। এরপরই তাদের সঙ্গে থাকা পড়ুয়ারাই স্থানীয় বাসিন্দাদের খবর দেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুকুরটি বেশ গভীর। অতি গরমেও পুকুরের জল পুরো শুকিয়ে যায় না। এই পুকুরে আগেও বেশ কয়েকজন জলে ডুবে মারা গিয়েছে। কিন্তু স্থানীয় পুরসভা থেকে পুকুরের ধারে কোনও বিপদজনক বোর্ড টাঙাতে দেখা যায়নি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘চিকিৎসকদের শুভবুদ্ধির উদয় হোক, আমি যথাসাধ্য চেষ্টা করেছি’, বার্তা মমতার

পশ্চিম মেদিনীপুরে জলবন্দি ৬৪ জন গর্ভবতী মহিলাকে উদ্ধার

‘DVC-র জলে কেন বাংলা ডুববে, আমরা জানতে চাই, কৈফিয়ত চাই’, কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা

‘৫ লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছে, এটা Man Made Flood’ বার্তা মমতার

উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় Review Petition’র পথে SSC

লাগাতার জল ছাড়ছে ডিভিসি,  বানভাসি দক্ষিণবঙ্গ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর