এই মুহূর্তে

রাজ্যের ৯ জেলায় নামবে পারদ, ঠান্ডার সর্তকতা জারি,কুয়াশার দাপট বাড়বে

নিজস্ব প্রতিনিধি: শীতল দিনের পরিস্থিতি রাজ্যের ৯ জেলায়। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হবে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আঞ্চলিক আধিকারিক হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন,উত্তরবঙ্গে স্বাভাবিক তাপমাত্রা থেকে চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে থাকবে সর্বোচ্চ বা দিনের তাপমাত্রা। এর ফলে দিনের বেশিরভাগ সময়ে জমিয়ে শীতের অনুভূতি হবে।

উত্তরবঙ্গে(North Bengal) বৃষ্টির পূর্বাভাস জারি। সোমবার বৃষ্টি হতে পারে দার্জিলিং ,কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। দার্জিলিং এর পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা। সান্দাফুক ,ঘুম, ধোত্রে ও চটকপুরের মত উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হবার সম্ভাবনা।উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে আসতে পারে কোথাও কোথাও। দক্ষিণবঙ্গের(South Bengal) মুর্শিদাবাদ ও নদিয়াত ঘন কুয়াশার সতর্কবার্তা জারি।ইতিমধ্যেই তাপমাত্রা অনেক কমেছে। আরো দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলাতে। পরবর্তী তিন-চার দিনে তাপমাত্রার পরিবর্তন নেই বলে অনুমান আবহাওয়া দফতরের।

জমিয়ে শীতের স্পেল থাকবে আরো পাঁচ থেকে সাতদিন গোটা বঙ্গে।ওড়িশার উপকূলে বিপরীত ঘূর্ণাবর্ত। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে। কুয়াশার ঘনঘটা বাড়বে রাজ্যে। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া মুর্শিদাবাদ সহ-সংলগ্ন এলাকায়।শৈত্য প্রবাহের সর্তকতা রাজধানী দিল্লি; পাঞ্জাব চন্ডিগড় হরিয়ানা রাজস্থানে।ঘন কুয়াশার চরম সতর্কতা রাজধানী দিল্লিতে। ওড়িশা উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড়েও ঘন কুয়াশার চরম দাপট।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্য বিজেপির সাংগঠনিক একাধিক পদে ব্যাপক রদবদল ঘটালেন শমিক ভট্টাচার্য

ফের বাংলায় মৃত্যু বিএলও-র, এসআইআরের কাজের চাপকে দায়ী করল মৃতার পরিবার

একাধিক জেলায় জারি শৈত্যপ্রবাহের সতর্কতা, আর কতটা নামবে তাপমাত্রা?

রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়

ঝাড়গ্রামের জামবনিতে ফিল্মি কায়দায় জঙ্গলের রাস্তায় ৩ লক্ষ টাকার লুট দুষ্কৃতীদের

বারাসত উড়ালপুলের নিচে ফেন্সিংয়ের কাজে পুরসভাকে বাধা দিল হকাররা, অফিসারকে ঘিরে বিক্ষোভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ