32ºc, Haze
Sunday, 2nd April, 2023 5:50 pm
নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার রাজ্যের প্রাপ্য বকেয়া টাকা না দেওয়ায় মঙ্গলবার মালদার গাজোলের সরকারি অনুষ্ঠান থেকে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একাধিক প্রকল্পের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে এদিন সরব হন তিনি।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিজেপি শাসিত সরকারকে নিশানা করেন। কেন্দ্র ১০০ দিনের কাজের সাত হাজার কোটি টাকা দেয়নি বলে এদিন অভিযোগ করেন তিনি। পাশাপাশি কেন্দ্রের মোদী সরকারকে হিংসুটে বলেও কটাক্ষ করেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন কেন্দ্রীয় সরকার জনকল্যাণমূলক কোনও কাজ করেনি। উন্নয়নমূলক কাজ করছে বাংলা। একদিন এমন সময় আসবে, উন্নয়নের জন্য এই বাংলাকে সেলাম জানাতে হবে। এখন কেন্দ্র শুধু রাজনীতি করছে। প্রকল্পের টাকা দেয় না, শুধু কেন্দ্রীয় টিম পাঠায়।
দেশের সাধারণ মানুষ কী খাবে, কী পরবে তাও কেন্দ্র সরকার ঠিক করে দিতে চাইছে বলে এদিন সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আপনি কী খাবেন, কী পরবেন সব ঠিক করে দিচ্ছে দাদা কাকুরা। পয়সা দেওয়ার নাম নেই কিল মারার গোঁসাই। এদিনের মঞ্চ থেকে তিনি বলেন, এই জেলায় পাড়ায় পাড়ায় সমাধানে ১৭৫টি প্রকল্পের কাজ হয়েছে। ১০ হাজার জব কার্ড হোল্ডারদের কাজ দেওয়া হয়েছে। অনেকগুলি রাস্তা ও সেতু হয়েছে। কেন্দ্র আমাদের পাওনা দেয় না, উল্টে তুলে নিয়ে চলে যায়। তাঁর আরও সংযোজন, ‘আমাদের পাওনা টাকা দেয় না উলটে গাল দেয়। আমায় যত গালি দাও আমার কোনও সমস্যা নেই। তবে টাকা দিয়ে গালি দিলে সহ্য করব।’