এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

আপাতত ৩টি বড় জেলা ভাঙার পথে এগোচ্ছে নবান্ন

কৌশিক দে সরকার: জেলা ছোট হলে সেখানে উন্নয়ন দ্রুত গতিতে হয়। সেই সঙ্গে মেলে কেন্দ্রের তরফে অতিরিক্ত অর্থও। একই সঙ্গে প্রশাসনিক ভাবেও কাজের সুবিধা হয়। কড়া নজর রাখা যায় আইনশৃঙ্খলার দিকেও। একই সঙ্গে বাড়ে কর্মসংস্থানের সুযোগও। এই সব কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বড় বড় জেলাগুলিকে ভেঙে ছোট ছোট জেলা করার দিকে নজর দিয়েছেন। ইতিমধ্যেই তিনি জলপাইগুড়ি জেলা থেকে আলাদা করে আলিপুরদুয়ারকে পৃথক জেলা হিসাবে গড়ে তুলেছেন। পশ্চিম মেদিনীপুর ভেঙে পৃথক ঝাড়গ্রাম জেলা তৈরি করেছেন। বর্ধমান ভেঙে করেছেন পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা। দার্জিলিং ভেঙে কালিম্পংকেও পৃথক জেলার মর্যাদা দিয়েছেন তিনি। কিন্তু বড় জেলা ভেঙে ছোট জেলা গড়ে তোলার প্রক্রিয়া এখানেই থেমে যাচ্ছে না। বরঞ্চ আগামী দিনে সেই প্রবণতা আরও বাড়তে চলেছে এই বাংলায়। রাজ্যের ৩টি বড় জেলা ভেঙে আরও ৩টি ছোট গড়ে তোলার দিকে এগোচ্ছে নবান্ন। খুব শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা হতে পারে বলেই জানা গিয়েছে।  

মুর্শিদাবাদ(Murshidabad) ও দুই ২৪ পরগনা। এই ৩ বড় জেলা ভেঙে আরও ৩টি ছোট জেলা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার(State Government)। খুব শীঘ্রই সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হবে। তারপর রাজ্য বিধানসভায় বিল আনা হবে। সেই বিল পাশ হলে তা যাবে রাজ্যপালের কাছে। তাঁর সই মিললেই তা বিলে রূপান্তরিত হবে। তবে এরই মাঝে নরুন জেলা গঠনের জন্য কেন্দ্র সরকারের অনুমতিও চাই। যদিও সাধারণত সেই অনুমতি পেতে সমস্যা হয় না। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার চাইছে গোটা প্রক্রিয়া চলতি বছরের মধ্যেই শেষ করতে। কেননা আগামী বছরের মাঝামাঝি সময়ে রাজ্যে রয়েছে পঞ্চায়েত নির্বাচন। তার আগেই নতুন জেলা গড়ার কাজ শেষ করে দিতে চাইছে রাজ্য সরকার। প্রাথমিক ভাবে জানা গিয়েছে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলা থেকে ভেঙে বসিরহাট মহকুমাকে পৃথক জেলা করা হবে। তবে স্বরূপনগরকে এই মহকুমা থেকে বিচ্ছিন্ন করে বনগাঁ মহকুমার সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে। সেই সঙ্গে নতুন জেলায় দুটি মহকুমা থাকতে পারে। বাদুড়িয়া, হাড়োয়া, বসিরহাট-১, বসিরহাট-২ এই চারটি ব্লক ও বাদুড়িয়া এবং বসিরহাট পুরসভা নিয়ে বসিরহাট সদর মহকুমা গড়ে তোলা হতে পারে। অন্যদিকে হাসনাবাদ, মিনাখাঁ, সন্দেশখালি-১, সন্দেশখালি-২ ও হিঙ্গলগঞ্জ ব্লক নিয়ে অপর একটি মহকুমা গড়ে তোলা হবে। তবে তার সদর টাকি হবে নাকি ন্যাজাট হবে সে নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও হয়নি।

দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলা ভেঙে পৃথক সুন্দরবন জেলা গঠনের বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই ঘোষণা করে দিয়েছেন। সেই জেলায় ক্যানিং-১, ক্যানিং-২, গোসাবা, বাসন্তি, কুলতলি ও পাথরপ্রতিমা এই ৬টি ব্লক যে থাকছে তা একপ্রকার নিশ্চিত। সেই জেলায় যোগ করা হতে পারে জয়নগর-১, জয়নগর-২, মথুরাপুর-১ ও মথুরাপুর-২ এই ৪টি ব্লকও। অর্থাৎ মোট ১০টি ব্লক নিয়ে এই জেলা গড়ে উঠবে। থাকবে দুটি মহকুমা। একটি ক্যানিং অন্যটি সম্ভবত রায়দিঘী। দক্ষিণ ২৪ পরগনা জেলার বাকি ৪টি মহকুমার এলাকা সেক্ষেত্রে যেমন কমবে তেমনি সম্ভাবনা থাকছে সেই ৪টি মহকুমাকে ২টি জেলার রূপ দেওয়ার। অর্থাৎ আলিপুর ও বারুইপুর মহকুমা নিয়ে একটি জেলা অন্যদিকে ডায়মন্ডহারবার ও কাকদ্বীপ নিয়ে পৃথক একটি জেলা গড়ে তোলা হতে পারে। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলেই নবান্নে সূত্রে খবর। ভাঙা হবে মুর্শিদাবাদ জেলাও। জঙ্গিপুর মহকুমাকে পৃথক জেলা হিসাবে গড়ে তোলা হতে পারে। তবে সেক্ষেত্রে লালগোলা ব্লককে এই নতুন জেলার সঙ্গে যেমন জুড়ে দেওয়া হতে পারে তেমনি ধুলিয়ানকে পৃথক মহকুমা হিসাবে ঘোষণা করা হতে পারে যা জঙ্গিপুর জেলার মধ্যেই থাকবে। তবে এই সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই।

একইসঙ্গে জানা গিয়েছে আগামী দিনে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার আদিবাসী অধ্যুষিত ব্লকগুলি নিয়ে পৃথক একটি জেলা গড়ার চিন্তাভাবনা যেমন রাজ্য সরকারের রয়েছে তেমনি কাটোয়া ও কালনা মহকুমা নিয়ে পৃথক একটি জেলা গড়ার সম্ভাবনাও রয়েছে। একই সঙ্গে নদিয়া, হুগলি ও পূর্ব মেদিনীপুর জেলাও ভাঙা হতে পারে বলে সূত্রে জানা গিয়েছে। তবে এক সঙ্গে এই সব জেলা ভাঙা হবে না। কেননা অবশ্যই আর্থিক সঙ্গতির অভাব। তবে আগামী দিনে রাজ্যে যে ছোট জেলার সংখ্যা বাড়তে চলেছে সেটা একরকম নিশ্চিত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিশ্রমকে কাজে লাগিয়ে জলপাইগুড়ি জেলার নাম উজ্জ্বল করল ধুপগুড়ির পূজা বিশ্বাস

রাত পোহালেই বীরভূম লোকসভায় নির্বাচন , ১৩১ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী থাকছে নজরদারিতে

হাওড়ার বালি ,বেলুড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জীর অভিনব ভোট প্রচার

রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, আশীর্বাদ নিলেন, সেলফি তুললেন

ধুপগুড়িতে বিশ্ব মাতৃ দিবসে ছাত্ররা মাকে পুজো করলেন, পায়েস খাওয়ালেন

রসিকবিলে রিমঝিম ও গরিমার কোল আলো করে জন্ম নিল ৭টি চিতাশাবক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর