এই মুহূর্তে

২৫০ টি আসন পেয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রীর মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি কাজল শেখের

নিজস্ব প্রতিনিধি, নানুর : বৃহস্পতিবার বীরভূম জেলার নানুর ব্লক অফিসে আচমকা এস আই আর ক্যাম্প পরিদর্শনে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ(Kajal Sk.)। এস আই আর ক্যাম্পে আসা সাধারণ মানুষের সাথে সভাধিপতি দীর্ঘক্ষণ কথা বলার পাশাপাশি প্রত্যেককে সচেতন করেন। এসাইয়া সংক্রান্ত কোনো রকম সমস্যা হলে মানুষ যেন তৃণমূলের সহায়তা কেন্দ্রে যোগাযোগ করে। সভাধিপতি অভিযোগ করেন নানুর বিধানসভায় ১ লক্ষ ৮৫ হাজার ভোটার তার মধ্যে এিশ হাজার মানুষকে এসআইআর -এর নোটিশ দিয়ে ব্লক অফিসে ডাকা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী সমস্ত নথিপত্র জমা দেওয়ার পরেও নিরীহ গরিব বৃদ্ধ-বৃদ্ধাদের নোটিশ দিয়ে এসায়ের ক্যাম্পে ডেকে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এই মানুষগুলো আতঙ্কিত হয়ে পড়ছে তাদের নাম বাদ যেতে পারে এই আশঙ্কায়। ১৯৩৬ সালে জন্ম এই দেশে তাকেও আজকে নোটিশ দিয়ে এই ক্যাম্পে ডাকা হয়েছে। ৮৯ বছরের এই মহিলা ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে এক বুক আতঙ্ক নিয়ে এস আই আর ক্যাম্পে নোটিসের জেরে হাজিরা দিতে বাধ্য হচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক এবং মর্মান্তিক। নির্বাচন কমিশনের অমানবিক আচরণে ক্ষুব্ধ সাধারণ মানুষ। সভাধিপতি কাজল শেখ দাবি করেন, বিজেপি চাইছে সাধারণ মানুষের নাম অকারণে কেটে দিয়ে গণতান্ত্রিক অধিকার হরণ করতে।

বিজেপি সিবিআই – ইডি যত রকম তদন্তকারী দল রয়েছে সব নিয়ে আসুক তবুও আমরা মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে লড়াই করে যাব ৷ বিজেপি নির্বাচন কমিশন কে গায়ের জোরে কাজে লাগিয়ে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে পরাস্ত করার যে পরিকল্পনা করেছে সেটা কোনভাবেই বাস্তবায়িত হবেনা বাংলার বুকে। বহু বিএলও নির্বাচন কমিশন এর একনায়তন্ত্র অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এত অল্প সময়ে নির্বাচন কমিশন যে এসআইআর করার সিদ্ধান্ত নিয়েছে তা একেবারেই অবৈজ্ঞানিক। যারা মারা গিয়েছেন এখনো অব্দি তাদের দায় নির্বাচন কমিশন ও বিজেপি কে নিতে হবে। কাজল শেখ স্পষ্ট জানিয়ে দেন নির্বাচন কমিশন বাংলায় বিধানসভা নির্বাচনে ৪০ দফাতে ও নির্বাচন করলে চতুর্থ বার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার একমাত্র কারণ হলো বাংলার মুখ্যমন্ত্রীর যুগান্তকারী জনমুখী একাধিক প্রকল্প এবং মা- মাটি -মানুষের সরকারের উন্নয়নের পাঁচালী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অজয় নদে প্রাণহানি,অবৈধ বালি উত্তোলনের খাদে পড়ে মৃত্যু, তদন্ত শুরু

পুরপ্রধান উত্তম দাসের নামে ডুপ্লিকেট সিম সন্ত্রাসবাদী আফজাল খান ও করিম মুসার হাতে, তদন্তে পুলিশ

সামশেরগঞ্জে SIR আতঙ্কে অসুস্থ হয়ে বৃদ্ধর মৃত্যু, অভিযোগ পরিবারের

রবিবার থেকে বঙ্গে হাওয়া বদল শুরু, শীতের ব্যাটিং শেষ পথে

হাড়হিম দৃশ্য আমতলায়, ছুটন্ত ঘোড়ার কামড়ে মুখে ঝুলল নাবালক

নরেন্দ্রপুরে জাল নোট তৈরির কারখানার সন্ধান , গ্রেফতার ৩ পাণ্ডা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ