32ºc, Haze
Sunday, 2nd April, 2023 5:59 pm
নিজস্ব প্রতিনিধি, এগরা: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় সমবায় সমিতি ভোটে ফের মুখ থুবড়ে পড়ল ‘রাম-বাম’ জোট। সুবিধাবাদীদের জোটকে ঘৃণাভরে প্রত্যাখান করেছেন সাধারণ মানুষ। মঙ্গলবার এগরা এক নম্বর ব্লকের নেগুয়া সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোটে ১২টি আসনের সব কয়টিতেই জয়ী হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। টুল জয়ের পরেই উল্লাসে মেতে ওঠেন ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকরা। জয়ের আনন্দে পথচলতি মানুষকে মিষ্টিমুখও করান। যদিও বিজেপির সঙ্গে হাত মেলানোর কথা অস্বীকার করেছেন জেলা সিপিএম নেতৃত্ব।
নন্দকুমারে একটি সমবায় সমিতিতে হাত মিলিয়ে জেতার পরেই জেলার রাজনৈতিক সমীকরণ খানিকটা বদলে যায়। বিভিন্ন সমবায় সমিতির ভোটে শাসকদলকে হারাতে বিজেপি ও সিপিএম নেতৃত্ব জোট বেঁধেছে। এগরা এক নম্বর ব্লকের নেগুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে ১২টি আসনের মধ্যে আটটি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি। বাকি চার আসনে লড়েছিল সিপিএম। যদিও জোট বাঁধার কথা স্বীকার করতে চাননি পূর্ব মেদিনীপুর জেলা সিপিএমের সম্পাদক নিরঞ্জন সিহি। মঙ্গলবার ভোটাভুটি শেষে দেখা যায় ১২টি আসনেই পর্যুদস্ত হয়েছে রাম-বাম জোটের প্রার্থীরা। শাসকদলের প্রার্থীরা ৮০ শতাংশ সদস্যের ভোট পেয়েছেন। তৃণমূলের কংগ্রেসের প্রার্থী যেখানে সর্বোচ্চ ৫৫৭টি ভোট পেয়েছেন, সেখানে জোট প্রার্থী পেয়েছেন সর্বোচ্চ ১৬০টি ভোট।
নেগুয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির প্রাক্তন সম্পাদক তথা স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা অর্ধেন্দু দাস মহাপাত্র এদিনের জয়কে ‘মা মাটি মানুষের’ জয় বলে আখ্যা দিয়েছেন। তাঁর কথায়, ‘সমবায় সমিতির সদস্যরা সুবিদাবাদী জোটকে প্রত্যাখান করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি আস্থা রেখেছেন।’