এই মুহূর্তে




বালুরঘাটে বিডিওর ওপর চেয়ার নিয়ে চড়াও বিজেপি নেতা




নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: BDO-র মাথায় চেয়ার চাপিয়ে দিয়ে আঘাত বিজেপি নেতার। অভিযুক্ত বিজেপি নেতা সুভষ সরকার। আক্রান্ত বিডিও অনুজ কুমার সিকদার। পঞ্চায়েতের অনাস্থা নিয়ে BDO-র মাথায় চেয়ার দিয়ে আঘাত করার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। এই ঘটনায় বিজেপি সাংসদ তথা রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদারের বালুরঘাট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যে বিজেপি নেতা এই আক্রমণ ঘটনা ঘটিয়েছে তিনি সুকান্ত মজুমদারের ঘনিষ্ট বলে সূত্রের খবর।

রাজনৈতিক চাপান উতোরে আক্রান্ত প্রশাসনিক আধিকারিক। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের BDO অনুজ কুমার শিকদার আক্রান্ত হয়েছেন। এই ঘটনায় অভিযোগের তির BJP নেতা- কর্মীদের দিকে। গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও প্রধানের বিরুদ্ধে BJP-র আনা অনাস্থা প্রস্তাব মুলতুবি করে দেওয়ার জন্য ব্লক অফিসে ঢুকে BDO-র ওপর চড়াও হন BJP কর্মী সমর্থকরা। BDO-কে চেয়ার তুলে মারা হয়েছে সেই ছবি পরিষ্কার সিসিটিভি ক্যামেরার ফুটেছে দেখা গিয়েছে। স্থানীয় BJP নেতা সুভাষ সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। BDO অনুজ কুমার শিকদারের মাথায়, হাতে গুরুতর চোট লাগে। বর্তমানে তিনি বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রমণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু তাঁর আগেই সেখান থেকে গা ঢাকা দিয়ে চলে যান বিজেপি নেতা সুভাষ সরকার সহ বিজেপি কর্মী সমর্থকরা। স্থানীয় বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ, বালুরঘাট ব্লকের অন্তর্গত ডাঙ্গা পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ২০ জন। ১০ জন সদস্য নিয়ে পঞ্চায়েতের দখল নিয়েছিল তৃণমূল। সম্প্রতি দলীয় এক সদস্য মারা যাওয়ার পরও গায়ের জোরে তাঁকে জীবিত দেখিয়ে পঞ্চায়েত নিজেদের দখলে রেখেছিল তৃণমূল। BDO-র কাছে অনাস্থা প্রস্তাব জমা দেয় বিজেপির পঞ্চায়েত সদস্যরা।
TMC-BJP-র সভা ঘিরে উতপ্ত বালুরঘাট।

সোমবার বিজেপির আনা অনাস্থা পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত কার্যালয়ে বৈঠক ছিল। বৈঠকে বিজেপির ১০ সদস্য সশরীরে অংশ নিলেও তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা অনুপস্থিত ছিলেন। এই পরিস্থিতিতে বিজেপির আনা অনাস্থা প্রস্তাব মুলতুবি করে দেন বিডিও অফিসের প্রতিনিধিরা। এই ঘটনায় চরম উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ পঞ্চায়েত ভবন থেকে বিজেপি সদস্যদের বের করে দেন। ক্ষুব্ধ বিজেপি সমর্থকরা এরপরই ব্লক অফিসে ঢুকে BDO-কে আক্রমণ করেন। আক্রমণের কারণ অজানা বলে জানিয়েছেন বিডিও।
আক্রান্ত BDO বলেন, কেন আমাকে মারা হল জানি না। CCTV ফুটেজে সব রয়েছে। বিজেপি নেতার সুভাষ সরকার আমাকে চেয়ার তুলে ছুড়ে মেরেছেন। আমি এই আক্রমণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। BJP পঞ্চায়েত সদস্য বলেন, অনাস্থা বৈঠকে মহিলা সদস্যদের ওপর অত্যাচার হয়েছে। প্রশাসনিক কোনও পদক্ষেপ করা হয়নি। আমরা থানায় অভিযোগ দায়ের করব। উনি তৃণমূলকে বাঁচানোর জন্য এই কথা বলছেন। তৃণমূল নেতা মৃণাল সরকার বলেন, প্রশাসনিক আধিকারিকদের ওপর হামলা মেনে নেওয়া যায় না। প্রশাসনকে কড়া পদক্ষেপ করতে অনুরোধ করব। আবার এই ধরনের ঘটনা ঘটলে রাজনৈতিকভাবে আমার বিরোধিতা করব। অনাস্থা ভোটে হেরে গিয়ে মাথা খারাপ হয়ে এই কাজ করেছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মহিলাদের নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে প্রশাসনিক বৈঠক জেলাশাসকের

শান্তিপুর ফুলিয়ার বসাক বাড়ির কাত্যায়নী পুজো ঘিরে আনন্দে মাতোয়ারা সকলে

বাংলাদেশে চ্যাংড়া ছাত্র নেতাদের হাতে ক্ষমতা , শাসন প্রতিষ্ঠা হবে কোথা থেকে: দিলীপ ঘোষ

বাগনান ও আমতা থেকে উদ্ধার বিলুপ্ত নয় ও চার কেজির দুটি বিশালাকার ময়ূরী কাছিম

রাজ্যের ওবিসি শংসাপত্র বাতিলের ওপরে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

‘ভারত বিদ্বেষী’ বাংলাদেশিদের জন্য বন্ধ দার্জিলিংয়ের হোটেলের দরজা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর