-273ºc,
Sunday, 4th June, 2023 9:01 am
নিজস্ব প্রতিনিধি: পোস্ট অফিসের (Post Office) ভিতর থেকে পোস্ট মাস্টারের (Post Master) ঝুলন্ত দেহ (Hanging Body) উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া এলাকায়। মৃত পোস্ট মাস্টারের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত পোস্ট মাস্টারের নাম প্রদ্যুৎ তিওয়ারি। বুধবার হরিহরপাড়া থানার প্রতাপপুর সাব পোস্ট অফিসের ভেতর থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। এদিন সকালে কাজে যোগ দিয়ে গলায় ফাঁস দিয়ে ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। মৃত প্রদ্যুতের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয়দের। সেই কারণে মানসিক অবসাদে ভুগে তিনি আত্মঘাতী হয়েছেন বলে মনে করা হচ্ছে। স্থানীয়দের দাবি, বুধবার সকালে পোস্ট অফিসে পোস্ট মাষ্টারের ঝুলন্ত দেহ দেখতে পান প্রথমে গ্রাহকরা। এই দৃশ্য দেখার পর খবর দেওয়া হয় হরিহরপাড়া থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
অন্যদিকে প্রদ্যুতের মৃত্যুর পর স্থানীয়রা তাঁর বিরুদ্ধের আর্থিক তছরুপের অভিযোগ তুলে মৃতের দেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। যতক্ষণ না তাঁদের টাকা ফেরত দেওয়া হবে ততক্ষণ দেহ ছাড়া হবে না বলে হুমকি দেয় তাঁরা। যদিও পুলিশের হস্তক্ষেপে পরে পরিস্থিতি আয়ত্তে আসে।