এই মুহূর্তে

BSF’র মহিলা কনস্টেবল ধর্ষণে সাসপেন্ড আধিকারিক, অস্বস্তিতে বিজেপি

নিজস্ব প্রতিনিধি: সীমান্তরক্ষী বাহিনী বা BSF’র কার্যকলাপ নিয়ে আগেই আপত্তি তুলেছিল রাজ্য সরকার। রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়(Bangladesh Border Area) BSF’র জওয়ানরা কীভাবে গ্রামের মহিলাদের নিগ্রহ করছে তা নিয়ে বার বার সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। কিন্তু কোনও দিনই সেই সব অভিযোগকে মান্যতা দেয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু এবার এমন একটা ঘটনা ঘটে গেল যা শুধু BSF’র মুখ পুড়িয়ে দিল তাই নয়, মুখ পোড়ালও বিজেপি(BJP)রও। নদিয়া(Nadia) জেলায় কৃষ্ণগঞ্জ(Krishnaganj) থানা এলাকার BSF’র ক্যাম্পে এক মহিলা কনস্টেবল ধর্ষণের শিকার হলেন ওই বাহিনীরই এক ইন্সপেক্টর পদমর্যাদার কমান্ডারের হাতে। আর সেই ঘটনা ঘিরেই এখন বিজেপিকে কটাক্ষ হানা শুরু করেছে তৃণমূল।

আরও পড়ুন কেউ নেই পাশে, একাকী অনশনে, ডাক দিলেন বনধের

জানা গিয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি রাতে কৃষ্ণগঞ্জ থানা এলাকার BSF’র ক্যাম্পে ওই ধর্ষণের ঘটনা ঘটে। নিগৃহীতাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা তাঁকে SSKM Hospital- এ স্থানান্তরিত করেন। এরপর কৃষ্ণগঞ্জ থেকে ওইও মহিলাকে কলকাতায় নিয়ে এসে SSKM Hospital- এ ভর্তি করানো হয়। সেখানেই মেডিকেল পরীক্ষায় ধর্ষণ প্রমাণিত হলে সেখানকার চিকিৎসকেরা পুলিশের কাছে অভিযোগ জানানোর কথা বলেন নির্যাতিতার পরিবারকে। তার জেরে এদিন অর্থাৎ মঙ্গলবার ওই মহিলা কনস্টেবলকে নিয়ে BSF’র আধিকারিকেরা ভবানীপুর থানায় যান ও ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ভারতী দণ্ডবিধির ৩৬৭/২(সি) ধারায় মামলা দায়ের করে সেই FIR কৃষ্ণগঞ্জ থানায় পাঠিয়ে দেওয়া হয়। ঘটনার জেরে BSF-এর তরফে জানানো হয়েছে তাঁরা বিষয়টি বিভাগীয় তদন্ত করছে। অভিযুক্ত সেই কোম্পানি কমান্ডারকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে।

আরও প্রুন স্বাস্থ্যসাথীতে কোন হাসপাতাল কোন ক্ষেত্রে কত পাবে, দেখে নিন

তবে এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ হেনেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। এদিন এই ঘটনার প্রসঙ্গে তিনি টুইট করে জানিয়েছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ বিএসএফ ক্যাম্পে এমন এক ন্যক্কারজনক ঘটনা নিয়ে বিজেপির কী মত? এবার বিজেপি কী বলছে?’ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) শিলিগুড়িতে এক সরকারি অনুষ্ঠান থেকেও এই ঘটনা নিয়ে আক্রমণ শানেন। তিনি সাফ জানান, ‘BSF-র হাতে বন্দুক আছে মানে তাঁরা যা খুশি তাই করবে এটা হতে পারে না। পুলিশকে বলব যথাযথ পদক্ষেপ করতে।’ স্বাভাবিক ভাবেই কথায় কথায় BSF-র গুণগান গাওয়া গেরুয়া শিবির এখন এই ধর্ষণের ঘটনায় রীতিমত অস্বস্তিতে পড়ে গিয়েছে। যেখানে সীমান্তরক্ষী বাহিনীর মহিলা কনস্টেবলই বাহিনীতে সহকর্মীর হাতে ধর্ষণের শিকার হচ্ছেন সেখানে এই সীমান্তরক্ষী বাহিনী দেশের মহিলাদের কী নিরাপত্তা দেবে সেই প্রশ্নটাই এখন ধাক্কা দিচ্ছে বঙ্গ বিজেপিকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটের ডিউটি থেকে ছাড়, খাদ্য দফতরের আধিকারিকদের একাংশের

‘টলিউডে ওঁর থেকে আমি অনেক এগিয়ে’, হিরণের কেরিয়ার নিয়ে খোঁচা দেবের

প্রথম দুই দফার ভোটে সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

ঘাটাল লোকসভা জিততে গেলে মানুষের ভালোবাসা আদায় করতে হবে: দেব

কৃষ্ণনগরে আবার ইডি এলে সরপুরিয়া খেয়ে যাবে, খোঁচা মহুয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর