এই মুহূর্তে




OBC মামলা আপাতত শুনতে পারবে না কলকাতা হাইকোর্ট, জানিয়ে দিল সুপ্রিমকোর্ট

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, এই সংক্রান্ত মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত কোনও মামলার শুনানি করতে পারবে না কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই এমনই নির্দেশ দিয়েছেন।

হাইকোর্টে পুরোনো ওবিসি মামলার শুনানির সিদ্ধান্ত নেওয়া নজরে আসতেই ক্ষোভ সুপ্রিমকোর্টের। বিজয়টি নজরে আসার পরে ক্ষুব্ধ প্রধান বিচারপতি বিআর গাভাই। বৃহস্পতিবার রাজ্য়ের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, ওবিসি সংক্রান্ত একটি মামলায় স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। তারপরেই রাজ্যের সমস্ত নিয়োগ শুরু হয়েছে। কিন্তু পুরোনো তথা মূল মামলার বিষয়টি তুলতে চায়। এরপরেই বিষয়টি জানতে পেরে অসন্তোষ প্রকাশ করেছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি আর গাভাই। তিনি বলেছেন, এই সংক্রান্ত মামলা যখন শীর্ষ আদালতে শোনা হচ্ছে, তখন পুরোনো মামলা কেন কলকাতা হাইকোর্টে শোনা হবে? সুপ্রিমকোর্টে মামলা চলাকালীন শুনানির কী প্রয়োজন রয়েছে?

তিনি নির্দেশ দিয়ে বলেছেন, শীর্ষ আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ততক্ষণ কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত কোনও প্রসিডিং চলবে না। প্রয়োজনে আগামী শুনানির দিন কলকাতা হাইকোর্টের বেঞ্চও বদল করতে পারেন বলেও জানিয়েছেন প্রধান বিচারপতি। ওবিসি নিয়ে কলকাতা হাইকোর্টের শুনানির বিষয়টি ভালভাবে নিচ্ছে না সুপ্রিমকোর্ট তাও প্রধান বিচারপতির মন্তব্য়ে স্পষ্ট হয়ে গিয়েছে। আগামী ১৮ নভেম্বর কলকাতা হাইকোর্টে ওবিসি সংক্রান্ত যে শুনানি ছিল, সেটা স্থগিত হয়ে গিয়েছে। সুপ্রিমকোর্ট পরবর্তী নির্দেশ দেওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।  পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশের চোখ রয়েছে সুপ্রিম কোর্টের দিকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার এসআইআর ফর্ম নেওয়া নিয়ে ‘ভুয়ো খবর’ ছড়ানোর পিছনে বড় ষড়যন্ত্র!

পাখির চোখ বিধানসভা ভোট, ৭ পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন BLO, চাঞ্চল্য চাঁচলে

সরকারি স্কুলে প্রার্থনা সভায় গাইতে হবে ‘বাংলার মাটি বাংলার জল’, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

জেএনইউ ছাত্র সংসদ রইল বামেদের কব্জায়, ধরাশায়ী সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপির প্রার্থীরা

বিধানসভা নির্বাচনের আগে কোচবিহার থেকে কামারহাটি ‘বাংলা বাঁচাও যাত্রা’র ডাক বামেদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ