এই মুহূর্তে

দেড় মাস ধরে চুঁচুড়া পুরসভার অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ, দুর্ভোগে রোগীর পরিবার

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গত আড়াই মাস ধরে চুঁচুড়ায় বন্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা। চুঁচুড়া পুরসভার অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ থাকায় জরুরী প্রয়োজনে বেশি দর হাকাচ্ছে বেসরকারি অ্যাম্বুলেন্সগুলি। চরম অসুবিধায় মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার মানুষের অভিযোগ দীর্ঘদিন থেকেই পুরসভার অ্যাম্বুলেন্সের পরিষেবা মিলছে না। চুঁচুড়া পুরসভার(Chuchura Municipality) চেয়ারম্যানের দায়িত্ব এসেছেন নতুন পুরপ্রধান(Chairman)। কিন্তু তারপরেও শহরে জরুরী পরিষেবা বন্ধ। চুঁচুড়া পৌরসভার অধীনে চারটি অ্যাম্বুলেন্স আছে। তার মধ্যে দুটি গাড়ি কলকাতার হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। কিন্তু সেগুলোর সরকারি কাগজপত্র না থাকায় আপাতত ওই দুটি অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে গ্যারেজে।

অপরদিকে যে অন্য দুটি অ্যাম্বুলেন্স রয়েছে তার মধ্যে একটি দীর্ঘদিন ধরে যান্ত্রিকভাবে বিকল। চতুর্থ যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি আপাতত পরিষেবা দিচ্ছে। চুঁচুড়াবাসীদের দাবি জেলা সদর শহর থেকে বহুদূরে জরুরী ভিত্তিতে কলকাতায় পাঠানো হয়। সেক্ষেত্রে বেসরকারি অ্যাম্বুলেন্সে (Private Ambulance)বেশি ভাড়া দিয়ে সাধারণ মানুষের একমাত্র ভরসা এই পরিষেবা। এদিকে প্রতিদিন এই অ্যাম্বুলেন্স গুলি তে কলকাতায় রোগী নিয়ে যাওয়ার জন্য ফোন এলে ও পারমিট এর কাগজপত্র না থাকায় বের হতে পারছে না অ্যাম্বুলেন্স গুলি চুঁচুড়া(Chuchura) শহরের বাইরে। অ্যাম্বুলেন্সের চালকদের অভিযোগ একাধিকবার এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কিন্তু এখনো পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এই প্রসঙ্গে লিড বিজেপির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি বলেন, পুরো প্রধান বদলালেও পুরসভার চরিত্র বদলায়নি। পুরপ্রধানের নিজের গাড়ির কাগজ ঠিক থাকলেও অ্যাম্বুলেন্সগুলির ক্ষেত্রে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। সেগুলি অবহেলিত হয়ে পড়ে রয়েছে। দুর্ভোগে পড়ছেন চুঁচুড়ার সাধারণ মানুষ। প্রয়োজনে তারা এই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্য বিজেপির সাংগঠনিক একাধিক পদে ব্যাপক রদবদল ঘটালেন শমিক ভট্টাচার্য

ফের বাংলায় মৃত্যু বিএলও-র, এসআইআরের কাজের চাপকে দায়ী করল মৃতার পরিবার

একাধিক জেলায় জারি শৈত্যপ্রবাহের সতর্কতা, আর কতটা নামবে তাপমাত্রা?

রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়

ঝাড়গ্রামের জামবনিতে ফিল্মি কায়দায় জঙ্গলের রাস্তায় ৩ লক্ষ টাকার লুট দুষ্কৃতীদের

বারাসত উড়ালপুলের নিচে ফেন্সিংয়ের কাজে পুরসভাকে বাধা দিল হকাররা, অফিসারকে ঘিরে বিক্ষোভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ