এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর প্রতিবাদে ২৩ জানুয়ারি হচ্ছে না জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, তীব্র বিতর্কের অবসান

নিজস্ব প্রতিনিধি:‌ কেন্দ্রীয় সরকারের অস্বাভাবিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স প্রবেশিকা পরীক্ষা তারিখ নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। আর এই তারিখকেই বাংলা ও বাঙালি বিদ্বেষী সিদ্ধান্ত বলেই সোচ্চার হয়েছিল তৃণমূল কংগ্রেস। খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট তারিখ নিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন। কারণ আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ও সরস্বতী পুজোর একই দিনে থাকা সত্ত্বেও সেই দিনই সিদ্ধান্ত হয় সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স–২০২৬ পরীক্ষা হবে। ওই দিনেই প্রবেশিকা পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার দিন ধার্য করা অমানবিক বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রীর প্রতিবাদের ফলেই ওই তারিখ পরিবর্তন করা হল।

এদিকে এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রকে বাঙালি বিদ্বেষী বলেছে তৃণমূল। এবার তারিখ পরিবর্তন করতেই তা এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে বিপাকে পড়ে বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন চিফ হুইপ মনোজ টিগ্গা বলেন, ‘‌বিজেপি কখনওই বাঙালি বিদ্বেষী নয়। তৃণমূল আসলে চাইছে মানুষকে ভুল বুঝিয়ে আসন্ন ভোটের বৈতরণী পার হওয়ার জন্য নানারকম রাজনীতি করছে।’‌ সিপিএম নেতা সুজন চক্রবর্তী সরাসরি বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, ‘‌এটা শুনে আমি স্তম্ভিত। ২৩ জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণা করার দিন বহুবার আবেদন করা হয়েছে কেন্দ্রের কাছে। কিন্তু দিল্লিওয়ালারা তা কখনও মানে না। কারণ তারা নেতাজি বিরোধী, বাঙালি বিরোধী এটা স্পষ্ট হয়ে গিয়েছে।’‌

 

অন্যদিকে লাগাতার এই নিয়ে প্রতিবাদ করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই আগের অবস্থান থেকে সরে এসেছে কেন্দ্রীয় সরকার এবং ন্যাশানাল টেস্টিন এজেন্সি। আর তারপরই এক্স হ্যান্ডেলে নিজের বক্তব্য পোস্ট করলেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘‌এর আগে ভারত সরকার/জাতীয় পরীক্ষা সংস্থা ২৩ জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেছিল, যা নেতাজির জন্মদিন এবং সরস্বতী পূজো। যা শিক্ষার্থীরা শ্রদ্ধার সঙ্গে উদযাপন করার আশা করে এবং অভ্যস্ত। এটি আমাদের শিক্ষার্থীদের অসুবিধার মধ্যে ফেলে এবং আমি প্রতিবাদ জানাতে ও পরিবর্তনের দাবি জানাতে হস্তক্ষেপ করি।’‌

এছাড়া জয়েন্ট এন্ট্রান্স মেইনস, ২০২৬, সেশন–১ এর প্রস্তুতির ক্ষেত্রে আগে একটি আপডেট দিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিই/বিটেক (পেপার–১) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২১, ২২, ২৩, ২৪ এবং ২৮ জানুয়ারি ২০২৬। তারই প্রতিবাদ করা হয়েছিল। এবার ২৩ তারিখ পরীক্ষাটি হবে না বলে জানিয়েছে জাতীয় পরীক্ষা সংস্থা। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার লেখেন, ‘‌আমার হস্তক্ষেপের ফলে, ভারত সরকার/জাতীয় পরীক্ষা সংস্থা আমাদের ছেলে ও মেয়েদের জন্য একটি বিকল্প পরীক্ষার তারিখ দেওয়ার ব্যবস্থা করেছে। যাতে তারা সেই দিন দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করার সুযোগ পায়! শুভেচ্ছা!’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অজয় নদে প্রাণহানি,অবৈধ বালি উত্তোলনের খাদে পড়ে মৃত্যু, তদন্ত শুরু

২৫০ টি আসন পেয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রীর মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি কাজল শেখের

পুরপ্রধান উত্তম দাসের নামে ডুপ্লিকেট সিম সন্ত্রাসবাদী আফজাল খান ও করিম মুসার হাতে, তদন্তে পুলিশ

সামশেরগঞ্জে SIR আতঙ্কে অসুস্থ হয়ে বৃদ্ধর মৃত্যু, অভিযোগ পরিবারের

রবিবার থেকে বঙ্গে হাওয়া বদল শুরু, শীতের ব্যাটিং শেষ পথে

হাড়হিম দৃশ্য আমতলায়, ছুটন্ত ঘোড়ার কামড়ে মুখে ঝুলল নাবালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ