-273ºc,
Friday, 2nd June, 2023 7:55 pm
নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ গ্রাম পঞ্চায়েতের (GP) বিরুদ্ধে। কোটি টাকা প্রতারণার অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে জেলাশাসককে (DM) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ, ৪ সপ্তাহের মধ্যে অভিযোগ খতিয়ে দেখার। আর তা করার পর উপযুক্ত ব্যবস্থা নেওয়ার।
অভিযোগ পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার বেরো গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। অভিযোগ, মৃত ব্যক্তির নামে টাকা তুলছে গ্রাম পঞ্চায়েত। দীর্ঘদিন ধরে টাকা তোলার অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ২৩ টি অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগ হয়েছে মহাত্মা গান্ধি রুর্যাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্টের ভিত্তিতে। অভিযোগ, ১ কোটি টাকা তছরুপ করা হয়েছে। এই অভিযোগেই কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছিল মামলা। সেই মামলার শুনানি ছিল সোমবার।
সোমবারের শুনানি হয়েছিল কলকাতা হাইকোর্টের (KOLKATA HIGH COURT) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেই শুনানিতেই আদালতের নির্দেশ, পুরুলিয়ার জেলাশাসক এই ঘটনার তদন্ত করবেন। অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসককে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, তদন্ত শেষ করতে হবে আগামী ৪ সপ্তাহের মধ্যে। অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়ার নির্দেশ দেন ডিভিশন বেঞ্চ।