নিজস্ব প্রতিনিধিঃ ভুয়ো কল সেন্টারের আড়ালে কোটি কোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগে উত্তরাখণ্ডের দেরাদুন থেকে ধৃত ৬। মূলতঃ প্রতারিতরা আমেরিকা ও কানাডার বাসিন্দা। শনিবার ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা অফিসে সাংবাদিক বৈঠকে ডিসি নর্থ শ্রীহরি পান্ডে জানান, ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে গত ১৮ অক্টোবর খড়দড় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল। খড়দহ থানার পুলিশ ওই কল সেন্টার থেকে ১০ জনকে আটক করেছিল। পরবর্তীতে তদন্তভার নেয় ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।
তদন্তকারীরা গত ২৫ অক্টোবর আরবাজ নামে একজনকে আটক করে। ওকে জিজ্ঞাসাবাদ করে তিনদিন আগে তদন্তকারীরা উত্তরাখণ্ডের দেরাদুনের বিভিন্ন হোটেল থেকে প্রতারণা চক্রের মূল পান্ডা ৬জনকে আটক করেছে।” এই ছয়জনকে শনিবার ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বারাকপুর আদালতে পেশ করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিদেশের প্রবীণ ব্যক্তিদের প্রলোভন দেখিয়ে তাঁদের কম্পিউটার সফটওয়্যার হ্যাক করে তাঁদের অ্যাকাউন্ট থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ।
দীর্ঘ চার বছর ধরে ধৃতরা খড়দহ থেকে এই প্রতারণা চক্র চালাচ্ছিল বলে জানা গিয়েছে। ডিসি নর্থ শ্রীহরি পান্ডের দাবি, বিভিন্ন কৌশলে ধৃতরা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করা হবে। মনে করা হচ্ছে খড়দহ থেকে এই প্রতারণা চক্র চালাচ্ছিল অভিযুক্তরা। ইতিমধ্যেই পুরো ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত।