এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মুখ্যমন্ত্রীর অপেক্ষায় প্রহর গুণছে পাহাড়, নজরে জিটিএ

নিজস্ব প্রতিনিধি: অনেকদিন পরে আবারও পাহাড়ে পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগামিকাল তিনি কলকাতা থেকে বিমানযোগে রওয়ানা দেবেন বাগডোগরার পথে। দুপুরে সেখানে নেমে মুখ্যমন্ত্রী সোজা চলে যাবেন শিলিগুড়ি(Siliguri) লাগোয়া গোঁসাইপুরে। সেখানে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানের মঞ্চ থেকে আমজনতার হাতে বেশ কিছু সরকারি পরিষেবা তথা সুবিধা তুলে দেবেন। সেই অনুষ্ঠান শেষ করেই মুখ্যমন্ত্রীর কনভয় পাড়ি দেবে পাহাড়ের পথে। পাহাড়ের রিচমন্ড হিল হবে মুখ্যমন্ত্রীর নৈশবাসের ঠিকানা। ২৯ মার্চ দার্জিলিং(Darjeeling) চৌরাস্তা মোড়ে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর ৩১ মার্চ ফের পাহাড় থেকে শিলিগুড়িতে নেমে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রাত শিলিগুড়ির উত্তরকন্যার গেস্ট হাউসে কাটিয়ে ১ এপ্রিল কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর। অর্থাৎ মুখ্যমন্ত্রীর ৬ দিনের উত্তরবঙ্গ সফরের মধ্যে ৫টা দিনই কাটবে পাহাড়ের বুকে। স্বাভাবিক ভাবেই পাহাড়বাসী উৎসুক মুখ্যমন্ত্রীর এই দীর্ঘ সফরসূচি নিয়ে।

এখনও পর্যন্ত যেটা জানা গিয়েছে তা হল, মুখ্যমন্ত্রীর এই সফরে কার্যত ঠিক হয়ে যেতে চলেছে জিটিএ’র ভবিষ্যৎ। এমনিতেই পাহাড়ে মুখ্যমন্ত্রী এবারে অজয় এডওয়ার্ড ও অনিত থাপার সঙ্গে আলাদা আলাদা ভাবে বৈঠক করবেন। পাহাড়ের সমস্যা, জিটিএ’র সমস্যা, দার্জিলিং পুরসভার সমস্যা নিয়ে তাঁদের সঙ্গে কথা বলবেন। বৈঠক হতে পারে বিনয় তামাংয়ের সঙ্গেও। তবে বিমল গুরুং ও রোশন গিরির সঙ্গে মুখ্যমন্ত্রীর কোনও বৈঠক হবে কিনা তা নিয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি কোনও তরফেই। সূত্রে জানা গিয়েছে দার্জিলিং পুরসভার নির্বাচনে গুরুং শিবিরের বিপর্যয়ের পর থেকেই দুই শিবিরের সম্পর্কেই একটা শৈত্যতা দেখা যাচ্ছে। তাই মুখ্যমন্ত্রীর এই সফরে আদৌ গুরুং-গিরিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে দেখা যাবে কিনা তা নিয়েই প্রশ্ন রয়ে গিয়েছে। তবে জিটিএ নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীর এই সফরকালেই কোনও বড় সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। সেই সূত্রে জিটিএ(GTA) নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রী নিজেও গুরুং-গিরিকে ডেকে নিতে পারেন বলে অনেকেই অনুমান করছেন। কেননা মুখ্যমন্ত্রী বার বার বার্তা দিয়েছেন, পাহাড়ে তিনি সবাইকে সঙ্গে নিয়ে চলতে চান। তাই সাম্প্রতিক কালের নির্বাচনের ফলাফল সেখানে কাঁটা হয়ে উঠবে না বলেই অনেকের অভিমত।

এদিকে মুখ্যমন্ত্রীর এই সফরের ঠিক আগে কালিম্পংয়ের নির্দল বিধায়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক গুরুত্বপূর্ণ চিঠি দিলেন। সেই চিঠিতে রয়েছে দাবি। কালিম্পং মহকুমা এলাকাকে জিটিএ থেকে বাদ দিতে হবে। কালিম্পংয়ের বিধায়ক রুদেন লেপচা যে চিঠি মুখ্যমন্ত্রীকে দিয়েছেন তাতে বলা হয়েছে, কালিম্পংকে যেহেতু আলাদা জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে। তাই জিটিএ-এর সঙ্গে একে যুক্ত করে রাখার প্রয়োজন নেই। বরং সেখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হোক এখানে। গঠিত হোক জেলা পরিষদ। মুখ্যমন্ত্রীর সফরের আগে নিঃসন্দেহে এই চিঠি বিশেষ তাৎপর্যপূর্ণ।  অনিত থাপার অনুগামী হিসাবেই পরিচিত কালিম্পংয়ের এই বিধায়কের দাবি আগামি দিনে রাজ্য সরকার মানবে কিনা তা নিয়ে খটকা আছে। কেননা মুখ্যমন্ত্রী চান না পাহাড়ে নতুন করে কোনও অস্থিরতা তৈরি হোক। কালিম্পংয়ে জিটিএ থেকে আলাদা করতে গেলে সেই অস্থিরতা ছড়ানোর যথেষ্ট আশঙ্কা আছে। তাছাড়া এক্ষেত্রে কেন্দ্রের অনুমোদনও লাগবে। তাই মুখ্যমন্ত্রী এই বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নাও নিতে পারেন বলে মনে করা হচ্ছে। 

এদিকে শিলিগুড়ির পাশে থাকা গোঁসাইপুরে(Gnosaipur) এখন মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানসূচিকে ঘিরে শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। সেখানে জোর কদমে চলছে সভামঞ্চের প্রস্তুতির কাজ। গোঁসাইপুরে মাঠে আয়োজিত সরকারি অনুষ্ঠানে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা সরাসরি প্রাপকের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানস্থলের নিরাপত্তা এদিন দফায় দফায় খতিয়ে দেখেছেন পুলিশের আধিকারিকেরা। আগামিকালের এই অনুষ্ঠানের জন্য সকাল থেকেই গোঁসাইপুর এলাকায় যানবাহণ নিয়ন্ত্রণ করা হতে পারে বলে জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার তাজা বোমা, রানাঘাটে ছড়িয়েছে উত্তেজনা

বামভূমে রামের উত্থান ঠেকিয়ে এসেছিল জয়, বোলপুরে সক্রিয় কেষ্ট ক্যারিশ্মা

স্ত্রী বিজেপিতে যোগদানের পরেই জগন্নাথ সরকারকে বেনজির আক্রমণ মুকুটমণির

বহরমপুরে রোড শো’ তে বেরিয়ে লস্যিতে চুমুক ইউসুফ পাঠানের

দেবাংশুর প্রচারে গিয়ে আক্রান্ত তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ,প্রতিবাদে নন্দীগ্রামে পথ অবরোধ

বেলঘরিয়ায় ভোট প্রচারে সুজন চক্রবর্তীর ‘সাদা চুল’ নিয়ে কটাক্ষ মদন মিত্রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর