26ºc, Rain
Sunday, 14th August, 2022 12:59 pm
নিজস্ব প্রতিনিধি: তীব্র যন্ত্রণা দাঁতে? আর রোগীকে ছুটতে হবে না চেম্বারে চেম্বারে। এবারে দুয়ারেই পৌঁছে যাবেন ডাক্তার। শুধু ডাক্তার নয়, রোগীর দুয়ারে নেমে আসবে আস্ত হাসপাতাল (DENTAL HOSPITAL)। স্বাস্থ্য দফতরের উদ্যোগে চালু হয়েছে ভ্রাম্যমাণ দন্ত চিকিৎসালয়ের। আহমেদ ডেন্টাল কলেজকে দেওয়া হচ্ছে এমনই বাস। আর এই খবরে আপ্লুত নাগরিকরা।
রাজ্যের এই উদ্যোগে খুশি ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন। তাদের রাজ্য শাখা সূত্রে জানা গিয়েছে এমনটাই। আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতালে রোগী আসেন রাজ্যের সমস্ত জেলা থেকে। এমনকি ভিড় জমান প্রত্যন্ত অঞ্চলের মানুষেরাও। দন্ত চিকিৎসায় এই প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই আবেদন জানানো হয়েছিল। আর রাজ্য স্বাস্থ্য দফতর সেই আবেদনে সাড়া দিয়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ দন্ত চিকিৎসালয় খোলার আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় ও স্বাস্থ্যমন্ত্রী (HEALTH MINISTER) চন্দ্রিমা ভট্টাচার্যকে। সেই আবেদন পেয়েছে মান্যতা। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে।
জানা গিয়েছে, ৫০ আসনের বাসকে করে তোলা হচ্ছে অত্যাধুনিক দন্ত চিকিৎসালয়। আহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতাল থেকে বেরিয়ে এই বাস পৌঁছে যাবে জেলায় জেলায়। চিকিৎসক থাকবেন, স্কেলিং থেকে সার্জনের। জানানো হয়েছে, মুখের ঘা থেকেই হয় ক্যান্সার। তা ধরা যায় না সহজে। এমন কিছু ঘটলে রোগীকে পাঠানো হবে সরকারি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।
কলেজের সুপার ডাঃ তীর্থঙ্কর দেবনাথ বলেন, হাতুড়ে ডাক্তার দিয়ে দাঁতের চিকিৎসা করানো উচিত নয়। এই ভ্রাম্যমাণ হাসপাতাল পৌঁছে যাবে হাসপাতালে। ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের বঙ্গীয় শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য সরকার চাইলে বঙ্গীয় শাখা এই কাজে সাহায্য করতে পারে।