এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দিলীপ উবাচে নয়া বিতর্ক বাগদা গণধর্ষণকাণ্ডে

নিজস্ব প্রতিনিধি: দলের কেন্দ্রীয় নেতৃত্ব যতই ক্ষুব্ধ হোন না কেন, তাঁর বুলিবাজিতে যতই সেন্সারশিপের খাঁড়া ঝোলাক না কেন, তিনি যে বদলাবেন না তার প্রমাণ বহুবার তিনি নিজেই দিয়েছেন তাঁর বচনবাজির মাধ্যমে। এবারেও দিলেন। সেই সঙ্গে দলকে অস্বস্তিতেও ফেলে দিলেন। আর তাঁর এহেন বচনবাজির জেরে দলের অনেক নেতা থেকে কর্মী মনে করছেন, তিনি পদ্মশিবিরে থাকলেও আসলে চলে গিয়েছেন জোড়াফুলে। সেখান থেকেই এখন তাঁকে পরিচালিত করা হচ্ছে। গেরুয়া শিবিরের পক্ষ অস্বস্তিদায়ক হবে এমন সব কথাই তাঁকে বলতে বলা হচ্ছে, আর তিনি কার্যত সেটাই করছেন। এই ধারনা বা অভিযোগ কিন্তু পুরোপুরি অস্বীকার করা যায় না। কেননে এখন বাগদা গণধর্ষণকাণ্ডে তিনি যে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তা আদতে দলের মুখই বেশি পোড়াচ্ছে। নজরে তিনি, মানে বঙ্গ বিজেপির(Bengal BJP) প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। বাগদা গণধর্ষণকাণ্ডে মুখ খুলে রীতিমত বিপাকে ফেলে দিয়েছেন দলকে। অস্বস্তিতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকও।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বনগাঁ মহকুমার বাগদা(Bagda) ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের জিতপুর আউটপোস্ট দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন বসিরহাটের বাসিন্দা ২৩ বছরের এক তরুণী। অভিযোগ, সেইসময় কর্তব্যরত দুই বিএসএফ(BSF) জওয়ান তাঁকে পটল ক্ষেতে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। বৃহস্পতিবার রাতেই সেই মর্মে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর কাছে পাসপোর্ট, ভিসা ছিল না। কোলে ছিল ২ বছরের শিশুকন্যা। বিএসএফ জওয়ানরা তঁকে ধরে প্রথমে ক্যাম্পে নিয়ে যায়। সেখানেই ক্যাম্পের পাশে পটল ক্ষেতে তাঁকে গণধর্ষণ করা হয়। তার আগে তার কোল থেকে ২ বছরের শিশুকন্যাকে ছুঁড়ে ফেলা হয়। ওই শিশুকন্যাকে মেরে দেওয়ার ভয় দেখিয়েই কার্যত গণধর্ষণ করা হয় ওই তরুণীকে। গুরুতর জখম অবস্থায় নির্যাতিতা এখন ভর্তি হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা বেশ সংকটজনক। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতেই শুক্রবার রাতে পুলিশ ২ বিএসএস জওয়ানকে গ্রেফতার করেছে। এদের মধ্যে একজন বিএসএফ-এর ৬৮ নম্বর ব্যাটালিয়ানের এএসআই এস পি চেরো ও অপরজন কনস্টেবল আলতাফ হোসেন। শনিবার দুইজনকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হবে।

এবার এই ঘটনা নিয়েই শনি সকালে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। আর মুখ খোলা মাত্রই বিতর্কিত মন্তব্য। এদিন দিলীপ দাবি করেছেন, এই ঘটনা কার্যত মিথ্যা অভিযোগ। গণধর্ষণের নাকি কোনও ঘটনাই ঘটেনি। সবটাই নাকি করা হয়েছে বিএসএফের ভাবমূর্তি খারাপ করার উদ্দেশ্য নিয়ে। দিলীপের দাবি, ‘কাশ্মীরে সেনার বিরুদ্ধে এমন ভুয়ো অভিযোগ ওঠে। যদি তা সত্যি হয়ে থাকে, তবে ভয়ঙ্কর ঘটনা।’ অর্থাৎ দিলীপ মানতেই চাইছেন না দুই বিএসএফ জওয়ান এহেন কুকীর্তি করেছেন। অথচ এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। রক্ষকই যেভাবে ভক্ষক হয়ে উঠেছে তাতে রাজ্যের সর্বত্র নিন্দার ঝড় উঠেছে বিএসএফের বিরুদ্ধে। এমনিতেই সীমান্তে বিএসএফের এক্তিয়ার বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র ও রাজ্যের বিবাদ রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের একতরফা সিদ্ধান্তের জেরে, সীমান্ত এলাকায় এখন ৫০ কিমি ভেতর পর্যন্ত তল্লাশি চালাতে, বাজেয়াপ্ত করতে, এমনকী প্রয়োজনে গ্রেফতারও করতে পারছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল ও রাজ্য সরকার। এখন সেই বিএসএফের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠেছে। আর তার জেরে বাহিনীর মুখ তো পুড়ছেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও তীব্র অস্বস্তিতে পড়ে গিয়েছে। কিন্তু এখন সেই অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন দিলীপ। দলকে অস্বস্তিতে ফেলে দিলেন। দলে থেকেই দলকে বার বার চরম অস্বস্তিতে ফেলছেন দিলীপ। আর তাতেই উঠছে প্রশ্ন, সবটাই কী পরিকল্পীত? দিলীপ কী কারও অঙ্গুলিহেলনে চলছেন? উত্তর দেবে ভবিষ্যৎকালই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

খাদ্যে বিষক্রিয়া, ডাইরিয়াতে আক্রান্ত মহিলা শিশু সহ ২০০ জন

শ্যামনগরের ওয়েভারলি জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থলে ৩ টি ইঞ্জিন

নির্বাচনী জনসভায় কর্মীদের উজ্জীবিত করতে বিস্ফোরক দেবাংশু ভট্টাচার্য

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা

রামনবমীতে অশান্তি, বেলডাঙ্গা ও শক্তিপুরের ওসিকে সাসপেন্ড করল কমিশন

তাপপ্রবাহে বিদ্যুৎ বিভ্রাট রুখতে জরুরি বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর