এই মুহূর্তে




গণধর্ষণের সময় কী করছিল সহপাঠী, দুর্গাপুরকাণ্ডের জট ছাড়াতে বিশেষ পরীক্ষা পুলিশের

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ এখন তোলপাড় দুর্গাপুরকাণ্ডে। মঙ্গলবার রাতে নির্যাতিতার সহপাঠীকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে মোট ৬ জন এখন পুলিশের জিম্মায়। প্রকৃত দোষী কে বা কারা, গণধর্ষণ আদৌ হয়েছে না বাকিদের সাহায্য নিয়ে একাই এদের কোনও একজন ধর্ষণ করেছে, এসব নিয়ে এখনও কোনও সঠিক তথ্য প্রকাশ্যে আসেনি। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী বলেছেন ধর্ষণে অভিযুক্ত একজনই। যাইহোক এসব প্রশ্নের মাঝেই পুলিশ TI প্যারেডের প্রস্তুতি নিচ্ছে।

TI প্যারেড মূলত প্রকৃত দোষীকে চিহ্নিত করার একটি প্রক্রিয়া। দুর্গাপুর কাণ্ডে তাই পুলিশ চিন্তাভাবনা করেছে TI প্যারেডের। পুলিশ টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড এর মাধ্যমে নির্যাতিতার থেকেই জানবে যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে গণধর্ষণের রাতে তাদের মধ্যে প্রকৃত দোষী কে বা কারা। পুলিশের পক্ষ থেকে এই মর্মে আদালতে আর্জি পেশ করা হবে বলে জানা গিয়েছে। ১০ অক্টোবর রাতে জঙ্গলের মধ্যে ঠিক কী কী ঘটেছিল তা TI প্যারেডের মাধ্যমে জানা যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা।

গণধর্ষণ কাণ্ডের পর পুলিশের জালে প্রথমে এসেছিল চারজন। মূল অভিযুক্ত সফিককে পরে তার বোনের সাহায্যে গ্রেফতার করা হয়। এদিকে ধর্ষণের পর থেকেই নির্যাতিতার সহপাঠীকে আটক করেছিল পুলিশ। তাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। বারবারই ওয়াসিফ আলী নামে ওই সহপাঠী পড়ুয়া নিজের বয়ান বদল করছিল। মঙ্গলবার রাতে শেষ পর্যন্ত ওয়াসিফকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে মহকুমা আদালতে পেশ করা হলে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ওয়াসিফের বিরুদ্ধে ধর্ষণ, জোর করে আটকে রাখা এবং ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়েছে।

এই অপরাধের সঙ্গে জড়িতদের জয়েট প্যাটার্ন করানোরও পরিকল্পনা রয়েছে তদন্তকারীদের। কোন ব্যক্তির হাঁটা কিংবা দৌড়ানোর নির্দিষ্ট স্টাইল অনুসরণ করা যায়। ফুট প্রিন্ট বা সিসিটিভি ফুটেজ দেখে ঠিক করা যায় সেই নির্দিষ্ট স্টাইল। ক্রাইম সিন থেকে সংগৃহীত তথ্য প্রমানের ভিত্তিতেই হয় জায়েট প্যাটার্ন। দুর্গাপুর কাণ্ডের সকল প্রকার রহস্যের জট খুলতে এই জায়েট প্যাটার্নেরই সাহায্য নেওয়া হবে বলে পরিকল্পনা করছেন তদন্তকারীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর হাতে বন্দি কাকদ্বীপের ১৪ ম‍ৎস্যজীবী

বন্যাবিধ্বস্ত গ্রামে ত্রাণ হাতে পৌঁছালেন মন্ত্রী, দিলেন আশ্বাস

দার্জিলিঙে বসে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মমতা, সেই বাড়ি পুড়ে ছাই

দুর্গাপুরে কালীপুজোয় এবারের থিম জৈন মন্দির, চোখের সামনে ভেসে উঠবে কালাপানির অত্যাচার

সাঁইথিয়ায় বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী কে? ঘোষণা করে দিলেন কেষ্ট

পদ্ম রাজ্যে সন্ত্রাসের শিকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার হিড়িক, আবেদন ছাড়াল ৭৫ হাজার, শুরু বাছাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ