এই মুহূর্তে




দুর্গাপুরে কালীপুজোয় এবারের থিম জৈন মন্দির, চোখের সামনে ভেসে উঠবে কালাপানির অত্যাচার

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুরের নিউটন ইয়ংস ক্লাবের কালী পুজোয় এবারের থিম ঝাড়খণ্ডের জৈন মন্দির। তাদের পুজো এ বছর ৫০ তম বর্ষে পদার্পণ করছে। ফলে তাদের থিমেও এসেছে বিশেষত্ব। স্বর্ণ জয়ন্তীতে নিউটন ইয়ংস ক্লাবে জৈন মন্দির তৈরির পাশাপাশি হচ্ছে আন্দামানের ব্রিটিশ আমলের সেলুলার জেল। ব্রিটিশ শাসনে ওই জেলে বহু স্বাধীনতা সংগ্রামী অত্যাচার সহ্য করেছেন। বহু স্বাধীনতা সংগ্রামীকে যন্ত্রনাদায়ক মৃত্যু দেওয়া হয়েছিল। সেই সেলুলার জেলই এবার মণ্ডপ নিউটন ইয়ংস ক্লাবের। দর্শনার্থীদের সেই সকল দৃশ্য অভিনয় করে দেখাবেন শিল্পীরা। ক্লাব কর্তৃপক্ষের দাবি প্রতি বছরের মতো এই বছরও আকর্ষণীয় মণ্ডপ এবং প্রতিমা দর্শনার্থীদের মুগ্ধ করবে।

তাদের এবারের মণ্ডপ তৈরি করছে মেদিনীপুর এবং মুর্শিদাবাদের শিল্পীরা। মণ্ডপের উচ্চতা ৬০ ফুটের কিছু বেশি। প্রতিদিনই হয় নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পুজোকে কেন্দ্র করে বসে ছোটদের জন্য একটি মেলা। পুজো কমিটির কোষাধ্যক্ষ উত্তম কুমার দাস এবং সদস্য সুমন্ত মণ্ডল জানিয়েছেন, তাঁরা প্রথম থেকেই থিমের পুজো করে আসছেন। গত কয়েক বছরে দুর্গাপুর নিউটন ইয়ংস ক্লাবের দৌলতে পুজোর সময় কালীপুজোর সময় ভিক্টোরিয়া মেমোরিয়াল, বাহুবলী ও ইন্দোনেশিয়ার বিষ্ণুমন্দিরের আদলে মণ্ডপ তৈরি হয়েছে। প্রতিবারই এমন সব থিমের মণ্ডপ মুগ্ধ করেছে দর্শনার্থীদের। বহু সংস্থা থেকে পেয়েছেন পুরস্কার। কালীপুজোর সময় দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে দুর্গাপুর নিউটন ইয়ংস ক্লাবে।

পুজো কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে তাদের এই বছর পুজোর বাজেট ১৫ লক্ষ টাকা। মূলত এই পুজোয় দুটি থিম করা হয়। একটি হয় থিমের মণ্ডপ, পাশে আরও একটি মণ্ডপ করা হয়। স্বাস্থ্য শিবির করা হয়, দুস্থদের বস্ত্র বিতরণী অনুষ্ঠান হয়। এছাড়া সারা বছরই কমবেশি নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন ক্লাবের সদস্যরা। করোনার সময় খাদ্য সামগ্রী থেকে শুরু করে অক্সিজেন- যা যা প্রয়োজন ছিল সেসবই জোগান দিয়েছিলেন নিউটন ইয়ং ক্লাবের সদস্যরা। ক্লাবের রয়েছে নিজস্ব ফুটবল টিম। প্রতিবছর তাই নিজেরাই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। সব মিলিয়ে দফুর্গাপুরে নিউটন ইয়ংস ক্লাব নিজেদের প্রতিষ্ঠিত করেছে ভিন্ন আঙ্গিকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর হাতে বন্দি কাকদ্বীপের ১৪ ম‍ৎস্যজীবী

বন্যাবিধ্বস্ত গ্রামে ত্রাণ হাতে পৌঁছালেন মন্ত্রী, দিলেন আশ্বাস

দার্জিলিঙে বসে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মমতা, সেই বাড়ি পুড়ে ছাই

সাঁইথিয়ায় বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী কে? ঘোষণা করে দিলেন কেষ্ট

রাস্তার মধ্যেই মহিলাকে জোরপূর্বক চুমু খেয়ে পালাল দুষ্কৃতী, সাঙ্ঘাতিক ঘটনা যোগী রাজ্যে

পদ্ম রাজ্যে সন্ত্রাসের শিকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার হিড়িক, আবেদন ছাড়াল ৭৫ হাজার, শুরু বাছাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ