এই মুহূর্তে

এসআইআরের নথি হিসাবে গ্রহণ করা হবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, নয়া ফরমান জ্ঞানেশের

নিজস্ব প্রতিনিধি: বাংলার বিরুদ্ধে জেহাদ ঘোষণা নির্বাচন কমিশনের। এসআইআরের শুনানিতে অ্যাডমিট কার্ড গ্রহণ বাতিল। রাজ্যের সিইও(CEO) মনোজ কুমার আগরওয়ালকে চিঠি পাঠিয়ে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। এর আগে এসআইআর -এর জন্য তেরোটি নথির কথা উল্লেখ করেছিল কমিশন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে জেলা নির্বাচন আধিকারিকদের বৈঠকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করার বিষয়ে আলোচনা হয়েছিল। তারপর নির্বাচন কমিশনের সদর দফতরে প্রস্তাব পাঠানো হয় ।কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করার প্রস্তাব খারিজ করে দিল কমিশন।

এস আই আর জন্য কমিশনে যে ১৩ টি নীতির কথা বলা হয়েছিল সেগুলো হল—- কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া পরিচয় পত্র, পেনশন পেমেন্ট অর্ডার ,১৯৮৭ সালে ১ জুলাই আগের নথি, জন্মের শংসাপত্র, পাসপোর্ট ,শিক্ষাগত শংসাপত্র, ড্রোমিসাইল শংসাপত্র, জাতিগত শংসাপত্র ,বনাধিকার শংসাপত্র, জাতীয় নাগরিক পঞ্জিতে নাম ,বংশ লতিকার শংসাপত্র, সরকারের দেওয়া জমির নথি, আধার কার্ড, বিহারের এস আই আর নথি। নো ম্যাপিং এবং এনিমেশন ফর্মে তথ্যগত অসঙ্গতির জনক খসড়া ভোটার তালিকায় নাম থাকা ভোটারদের একাংশকে শুনানির জন্য নোটিশ পাঠিয়েছে কমিশন।

শুনানিতে কমিশন নির্ধারিত নথির মধ্যে যেকোনো একটি দেখাতে হবে বলে সংশ্লিষ্ট ভোটারকে জানিয়েছিল। তারপর সেই নথি খতিয়ে দেখবে কমিশন এমনটাই কথা ছিল। কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে চিঠি দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হল কোনভাবেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নীতি হিসেবে গ্রাহ্য হবে না। গ্রহণ করা যাবে না পশ্চিমবঙ্গে এসআইআর সংশোধন প্রক্রিয়াতে বৈধ নাতি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অজয় নদে প্রাণহানি,অবৈধ বালি উত্তোলনের খাদে পড়ে মৃত্যু, তদন্ত শুরু

২৫০ টি আসন পেয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রীর মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি কাজল শেখের

পুরপ্রধান উত্তম দাসের নামে ডুপ্লিকেট সিম সন্ত্রাসবাদী আফজাল খান ও করিম মুসার হাতে, তদন্তে পুলিশ

সামশেরগঞ্জে SIR আতঙ্কে অসুস্থ হয়ে বৃদ্ধর মৃত্যু, অভিযোগ পরিবারের

রবিবার থেকে বঙ্গে হাওয়া বদল শুরু, শীতের ব্যাটিং শেষ পথে

হাড়হিম দৃশ্য আমতলায়, ছুটন্ত ঘোড়ার কামড়ে মুখে ঝুলল নাবালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ