27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:49 pm
নিজস্ব প্রতিনিধি: অবশেষে হাওড়া কর্পোরেশনের (Howrah Corporation) ওয়ার্ড (Ward) সংখ্যা বাড়ানোর প্রক্রিয়া সম্পন্ন হল। মঙ্গলবার হাওড়া কর্পোরেশনের এলাকা পুর্নবিন্যাস সংক্রান্ত চূড়ান্ত আসন তালিকা প্রকাশ হতে চলেছে। সেখানেই ৬৬ আসন প্রকাশ করা হবে। প্রসঙ্গত আগে হাওড়া কর্পোরেশনে আসন সংখ্যা ছিল ৫০।
হাওড়া কর্পোরেশনে আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত আগেই নিয়েছিল রাজ্য সরকার। গত বছর ২৮ ডিসেম্বর জেলা প্রশাসনের তরফে আসনের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই খসড়া তালিকা নিয়ে ৯টি অভিযোগ জমা পড়ে। অভিযোগগুলির নিষ্পত্তির জন্য গত শুক্রবার ১৩ জানুয়ারি শুনানি হয়। সেই শুনানিতে অভিযোগগুলির নিষ্পত্তি করা হয়েছে বলে খবর। আর তারপরেই চূড়ান্ত তালিকা প্রকাশ হতে চলেছে। মঙ্গলবার চূড়ান্ত ৬৬ আসনের তালিকা প্রকাশ করা হবে বলে প্রশাসন সূত্রে খবর। তবে খসড়া তালিকার সঙ্গে চূড়ান্ত তালিকার কোনও আসন পরিবর্তন হয়নি বলে খবর।
৫০ ওয়ার্ড থেকে বাড়িয়ে হাওড়া পুরনিগমের যে ৬৬টি ওয়ার্ডের চূড়ান্ত আসন প্রকাশ হতে চলেছে সেখানে মহিলাদের জন্য সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা করা হয়েছে ২২টি। সেগুলি যথাক্রমে ১, ৪,৭, ১০, ১৩, ১৬, ১৯, ২২, ২৫, ২৮, ২৯ ,৩২, ৩৫, ৩৮, ৪১, ৪৪, ৪৭, ৫০, ৫৩, ৫৬, ৫৯ ও ৬২। এর মধ্যে ২৮ নম্বর ওয়ার্ডটি তফসিল জাতির মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। তসফিল জাতির জন্য সংরক্ষিত করা হয়েছে ৬৪ নম্বর ওয়ার্ডটি। উল্লেখ্য, নতুন হাওড়া পুর বিলে আগের রাজ্যপাল জগদীপ ধনকড় সই না করায় হাওড়ায় পুরভোট আটকে যায়। চূড়ান্ত আসন সংরক্ষণ তালিকা প্রকাশ হয়ে গেলে হাওড়ায় পুরবোর্ড করার ক্ষেত্রে আর কোনও আইনি বাধা থাকবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল।