এই মুহূর্তে




গাজোলে ড্রেন পরিষ্কার করার সময় সাফাই কর্মীর কোদালে উঠে এল পিস্তল

নিজস্ব প্রতিনিধি, গাজোল: মালদার গাজোলে চাঞ্চল্যকর ঘটনা। ড্রেন পরিষ্কার করার সময় এক সাফাই কর্মীর কোদালে উঠে এল ধাতব পিস্তল। বুধবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হল গাজোলের বিদ্রোহী মোড় এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন পঞ্চায়েতের পক্ষ থেকে বিদ্রোহী মোড়(Bidhrohi Crossing) এলাকায় ড্রেন পরিষ্কার করার কাজ চলছিল। সেই কাজ করার সময় হঠাৎ করেই এক সাফাই কর্মীর কোদালে কাদামাখা অবস্থায় ভারী একটি বস্তু উঠে আসে। বস্তুটি উপরে তুলতেই দেখা যায় তা ধাতব পিস্তল। তবে আসল পিস্তল নাকি এয়ারগান তা নিয়ে স্থানীয়দের মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়। তাই স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন গাজোল থানায়।

খবর পেয়েই গাজোল থানার(Gajoal P.S.) পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ধাতব পিস্তলটিকে উদ্ধার করে নিয়ে যায়। পিস্তলটি আসল আগ্নেয়াস্ত্র, নাকি এয়ারগান তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। মালদা জেলায় প্রায়শই পাচারকারিসহ বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। মাদক এবং জাল ভারতীয় নোট সহ একাধিক পাচারকারী চক্র ধরা পড়েছে বিভিন্ন থানা এলাকা থেকে। এর পাশাপাশি বাংলাদেশি অনুপ্রবেশকারী একাধিকবার গ্রেফতার হয়েছেন।

মালদা ও মুর্শিদাবাদ জেলা অস্ত্র মাদক এবং জাল নোট(Fake Note) পাচারের করিডর হিসেবে ব্যবহার করছে আন্ত: রাজ্য কারবারিরা। এই চক্রে একাধিক মহিলাও গ্রেফতার হয়েছে। মালদায় কাউন্সিলর দুলাল সরকার দুষ্কৃতীদের গুলিতে নৃশংসভাবে খুন হয়েছেন। এরপর খোলা নর্দমা থেকে নোংরা পরিষ্কারের সময় ধাতব আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় তাই নতুন করে চাঞ্চল্য ছড়াল গাজোলে ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতের নাগরিক, অথচ সপরিবারে বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেলেন বাংলাদেশ, চাঞ্চল্য সংগ্রামপুরে

মালদার বৈষ্ণবনগর থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

পথ দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

এগরায় জমি বিবাদ ঘিরে সংঘর্ষ, দু’পক্ষের বাড়িতে আগুন

মানতে পারেননি ছেলের মৃত্যুশোক, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মা

চন্দ্রকোণাতে ৬৯ হাজার টাকার খুচরো পয়সা দিয়ে নতুন স্কুটি কিনলেন চা বিক্রেতা, গুনতে সময় লাগলো ২ ঘণ্টা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ